Ishan Kishan: কেন রঞ্জিতে খেলছেন না ঈশান কিষাণ? অবশেষে ফাঁস রহস্য

Feb 17, 2024 | 5:20 PM

টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার ব্যাটার দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে। ঈশান কিষাণের আসল পরিকল্পনা কী? এই প্রশ্ন তাঁর অনুরাগী থেকে শুরু করে ভারতীয় টিমের সকলেরই। যে ক্রিকেটাররা জাতীয় দলের ডিউটিতে নেই এবং যাঁরা অসুস্থ বা চোট সারাতে রিহ্যাবে রয়েছেন তাঁদের ছাড়া বাকি ক্রিকেটারদের জন্য বোর্ডের পক্ষ থেকে রঞ্জি ট্রফিতে খেলার বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বোর্ডের কড়া নির্দেশ মানেননি ঈশান কিষাণ।

Ishan Kishan: কেন রঞ্জিতে খেলছেন না ঈশান কিষাণ? অবশেষে ফাঁস রহস্য
কেন রঞ্জিতে খেলছেন না ঈশান কিষাণ? অবশেষে ফাঁস রহস্য
Image Credit source: X

Follow Us

কলকাতা: গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে চর্চার কেন্দ্রে ঈশান কিষাণ (Ishan Kishan)। টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার ব্যাটার দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে। ঈশান কিষাণের আসল পরিকল্পনা কী? এই প্রশ্ন তাঁর অনুরাগী থেকে শুরু করে ভারতীয় টিমের সকলেরই। যে ক্রিকেটাররা জাতীয় দলের ডিউটিতে নেই এবং যাঁরা অসুস্থ বা চোট সারাতে রিহ্যাবে রয়েছেন তাঁদের ছাড়া বাকি ক্রিকেটারদের জন্য বোর্ডের পক্ষ থেকে রঞ্জি ট্রফিতে খেলার বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বোর্ডের কড়া নির্দেশ মানেননি ঈশান কিষাণ। যে কারণে প্রশ্ন উঠছিল যে, হয়তো এ বারের আইপিএলে খেলা হবে না ঈশানের। অবশেষে ফাঁস রঞ্জিতে ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটারের না খেলার রহস্য।

আপাতত রাজস্থানের বিরুদ্ধে চলতি রঞ্জি মরসুমের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছে ঝাড়খণ্ড। তাতে ঈশান কিষাণ খেলছেন না। তাঁর এই আচরণে ক্ষুব্ধ বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। এরই মাঝে ঈশান ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্কের একজন সিনিয়র সদস্যকে জানিয়েছেন, তিনি ব্যাটিং ত্রুটি নিয়ে কাজ করছেন। ঈশানকে টেস্ট টিমে ফেরার জন্য রঞ্জি খেলার পরামর্শ দিয়েছিলেন ভারতীয় টিমের এক কর্তা। কিন্তু তিনি লাল বলের ক্রিকেটে খেলার জন্য প্রস্তুত নন বলেই জানা গিয়েছে।

ঈশান কিষাণ অবশ্য ডি ওয়াই পাটিল টুর্নামেন্টে খেলতে পারেন বলে শোনা গিয়েছে। এটি টি-২০ ফর্ম্যাটের টুর্নামেন্ট। তেমনটা হলে আইপিএলের আগে এই টুর্নামেন্টের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামব্যাক হবে ঈশানের। আপাতত বরোদায় পান্ডিয়া ব্রাদার্সের সঙ্গে অনুশীলন করছেন ঈশান।

রঞ্জি ট্রফি না খেলে নিজের ইচ্ছেমতো অনুশীলন করার মাসুল গুনতে হতে পারে ঈশান কিষাণকে। বিসিসিআই সচিব জয় শাহ সমস্ত ক্রিকেটারদের চিঠি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন ঘরোয়া ক্রিকেট বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি কোনও ক্রিকেটার আইপিএলকে অগ্রাধিকার দেন এবং ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করেন, সেক্ষেত্রে পরিণতি ভালো হবে না। ফলে ভবিষ্যতে জাতীয় দলে কামব্যাকের জন্য ঈশানকে অনেক কাঠখড় পোড়াতে হবে বলেই ভাবছে ক্রিকেট মহল।

Next Article