IND vs ENG: সেওয়াগের দ্বিতীয় সংস্করণ যেন, রাজকোটে রানের বন্যা বইয়ে সেঞ্চুরি যশস্বীর

Feb 17, 2024 | 5:09 PM

Yashasvi Jaiswal: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে এই নিয়ে যশস্বীর দ্বিতীয় সেঞ্চুরি। হায়দরাবাদে অল্পের জন্য মিস করেছিলেন শতরান। বিশাখাপত্তনমে আক্ষেপ মিটিয়েছিলেন ডাবল সেঞ্চুরি করে। এ বার রাজকোটে সেঞ্চুরি করে গেলেন বাঁ হাতি ওপেনার।

IND vs ENG: সেওয়াগের দ্বিতীয় সংস্করণ যেন, রাজকোটে রানের বন্যা বইয়ে সেঞ্চুরি যশস্বীর
সেওয়াগের দ্বিতীয় সংস্করণ যেন, রাজকোটে রানের বন্যা বইয়ে সেঞ্চুরি যশস্বীর
Image Credit source: AFP

Follow Us

কলকাতা: রাজকোটে এ বার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) রাজ। জেমস অ্যান্ডারসনকে শর্টআর্ম পুল মেরে আগ্রাসী মোডে ঢুকে গিয়েছিলেন। তার পর আর থামানো যায়নি। সিরিজে এই নিয়ে যশস্বীর দ্বিতীয় সেঞ্চুরি। হায়দরাবাদে অল্পের জন্য মিস করেছিলেন শতরান। বিশাখাপত্তনমে আক্ষেপ মিটিয়েছিলেন ডাবল সেঞ্চুরি করে। এ বার রাজকোটে সেঞ্চুরি করে গেলেন বাঁ হাতি ওপেনার। বছর ২২ এর যশস্বী যে বিধ্বংসী মেজাজে ব্যাট চালাচ্ছেন তাঁকে বীরেন্দ্র সেওয়াগের দ্বিতীয় সংস্করণ বলছে ক্রিকেট মহল।

ভারতের বিরুদ্ধে রাজকোট টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর ৩১৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের দাপটে তৃতীয় দিন ৯৫ রান স্কোরবোর্ডে জুড়ে ৯ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এরপর ভারতের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পড়েন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ১১.৩ ওভারে জো রুটে তুলে নেন রোহিত শর্মার উইকেট। ১৯ রানে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ভারতের ক্যাপ্টেন। এরপর দ্বিতীয় উইকেটে শুভমন গিলের সঙ্গে জুটি বাঁধেন যশস্বী জয়সওয়াল। দুই তরুণ তুর্কি মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন টিমকে।

চা বিরতির পর হাফসেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী। ৮০ বলে অর্ধশতরানে পৌঁছান। এরপর ৪২ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান যশস্বী। শতরানের পথে যশস্বীর ব্যাটে এসেছে ৯টি চার ও ৫টি ছয়। এরই মাঝে অর্ধশতরান পূরণ করেন শুভমন গিলও। ৯৮ বলে হাফসেঞ্চুরি গিলের। দ্বিতীয় উইকেটে ১৯৫ বলে ১৫৫ রানের পার্টনারশিপ গড়েন যশস্বী ও শুভমন। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকেননি যশস্বী। শতরানের পর ব্যাকস্প্যাজমের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে ১০৪ রানে মাঠ ছাড়েন। চতুর্থ দিন উইকেট পড়লে ফের মাঠে নামতে পারবেন যশস্বী। রাজকোটে খেলা শেষের ঠিক একটু আগে চারে নামেন রজত পাতিদার। ১০ বল খেলে শূন্যে আউট হন তিনি। এরপর নাইটওয়াচম্যান হিসেবে নামেন কুলদীপ যাদব। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৯৬। ৩ রানে অপরাজিত কুলদীপ। শুভমন গিল ৬৫* রানে রয়েছেন। ৩২২ রানের লিড রয়েছে ভারতের।

এই সিরিজে এখনও অবধি ৩টি ম্যাচে সবচেয়ে বেশি রান করা ৫ ক্রিকেটারকে দেখলে প্রথমেই রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি ৩ টেস্টে করেছেন ৪৩৫ রান। বেন ডাকেট ৩ টেস্টে করেছেন ২৮৪ রান। অলি পোপ করেছেন ২৮২ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা করেছেন ২৪০ রান। আর জ্যাক ক্রলি করেছেন ২১৫ রান। উল্লেখ্য, রাজকোট টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের খেলা এখনও হয়নি।

Next Article