প্রয়াত ‘৮৩ বিশ্বকাপের অন্যতম নায়ক যশপাল শর্মা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 13, 2021 | 12:20 PM

Yashpal Sharma: তিরাশির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়াজগত।

প্রয়াত ৮৩ বিশ্বকাপের অন্যতম নায়ক যশপাল শর্মা
প্রয়াত '৮৩ বিশ্বকাপের অন্যতম নায়ক যশপাল শর্মা (সৌজন্যে-টুইটার)

Follow Us

নয়াদিল্লি: প্রয়াত ভারতের বিশ্বকাপজয়ী (World Cup) ক্রিকেটার যশপাল শর্মা (Yashpal Sharma)। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর। ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন যশপাল শর্মা।

১৯৮৩ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। যশপাল শর্মার মারকাটারি ব্যাটিংই তখন ভারতীয় দলের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল। ১৯৮৩ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৯ রান করেন যশপাল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬১ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছিলেন। সেই ম্যাচে তাঁর বিধ্বংসী ইনিংস এখনও চর্চিত বিশ্ব ক্রিকেটে। বিশ্বকাপে ৮ ম্যাচে ২৪০ রান করেছিলেন যশপাল শর্মা। তিরাশির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়াজগত।

১১ অগাস্ট, ১৯৫৪ সালে লুধিয়ানায় জন্মেছিলেন যশপাল শর্মা। ১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয় তাঁর। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। দেশের হয়ে ৪২টি একদিনের ম্যাচে ৮৮৩ রান করেন যশপাল শর্মা। রয়েছে ৪টে অর্ধশতরান। ৩৭টি টেস্টে ১৬০৬ রান করেন যশপাল শর্মা। রয়েছে ২টো শতরান আর ৯টা অর্ধশতরান। সর্বোচ্চ ১৪০ রান। ক্রিকেট থেকে অবসরের পর ২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকও ছিলেন যশপাল শর্মা।

আরও পড়ুন: Heather Knight: ইংল্যান্ড অধিনায়কের রান আউট ঘিরে বিতর্ক

Next Article