Virat Kohli: আরসিবি IPL জিততে পারবে না! বিরাটে ভরসা রেখেও কারণ ব্যাখ্যা ব্রায়ান লারার

Apr 10, 2024 | 7:22 PM

Brian Lara on Virat Kohli: আইপিএলের জন্মলগ্ন থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচেই আইপিএলে রেকর্ড অষ্টম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। এ মরসুমে তাঁর রান ৩০০ পেরিয়ে গিয়েছে। এরপরও আরসিবি আইপিএল জিততে পারবে না বলে মনে করছেন ব্রায়ান লারা। বিরাটের উপর ভরসা রাখলেও আরসিবির উপর সেই আস্থা নেই।

Virat Kohli: আরসিবি IPL জিততে পারবে না! বিরাটে ভরসা রেখেও কারণ ব্যাখ্যা ব্রায়ান লারার
Image Credit source: BCCI

Follow Us

আরসিবি কোনও ট্রফি জেতেনি, এখন আর তা বলা যাবে না। উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। স্মৃতি মান্ধানার নেতৃত্বে ট্রফির স্বাদ পেয়েছে বেঙ্গালুরু। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও ট্রফি অধরা। ২০০৮ থেকে ২০২৪। পরিস্থিতি যেন একইরকম। এ বারও ট্রফি জিততে পারবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনই মনে করছেন কিংবদন্তি ব্রায়ান লারা। তার কারণও ব্যাখ্যা করেছেন।

আইপিএলের জন্মলগ্ন থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচেই আইপিএলে রেকর্ড অষ্টম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। এ মরসুমে তাঁর রান ৩০০ পেরিয়ে গিয়েছে। এরপরও আরসিবি আইপিএল জিততে পারবে না বলে মনে করছেন ব্রায়ান লারা। বিরাটের উপর ভরসা রাখলেও আরসিবির উপর সেই আস্থা নেই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিকল্পনা নিয়ে যেন বিরক্ত লারা। স্টার স্পোর্টসে আরসিবি প্রসঙ্গে বলেছেন, ‘অবশ্যই এই টিমে বিরাট কোহলি রয়েছে। তাই বলে স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের বাদ দেওয়া ঠিক মনে করি না। ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ছাড়া জেতা সম্ভব নয়। স্থানীয় ক্রিকেটাররা কঠিন পরিস্থিতিতে ভালো পারফর্ম করবে, এমনটা দেখতে চাই।’

আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের নয়, বরং স্থানীয় ক্রিকেটারদের বেশি করে ব্য়বহারের কথা বলছেন লারা। তাঁর কথায়, ‘মহীপালের কথাই ধরা যাক। দল ওকে যে ভূমিকা দিয়েছে, পালন করেছে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও ছাপ ফেলেছে। অথচ ও সুযোগ পাচ্ছে না। আমার মনে হয় স্থানীয় প্রতিভাদের উপর নজর দেওয়া উচিত।’

Next Article