কলকাতা: সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস একমাত্র টিম, যারা এ বারের আইপিএলে (IPL) একটি ম্যাচেও হারের মুখ দেখেনি। এই পরিস্থিতিতে আইপিএলের বাকি ৯ ফ্র্যাঞ্চাইজি হয়তো অপরাজিত রাজস্থানকে থামানোর জোর ছক কষছে। জয়পুরে পঞ্চম জয়ের লক্ষ্যে নামবে সঞ্জুর পিঙ্ক আর্মি। হারের হ্যাটট্রিকের সামনে থাকা গুজরাট টাইটান্স (Gujarat Titans) কি পারবে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জয়রথ থামাতে? জানতে হলে আজ নজর রাখতে হবে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে। সন্ধের দিকে বৃষ্টি হচ্ছিল জয়পুরে। তবে ওয়ার্ম আপের আগেই বৃষ্টি থেমে যায়। দুই দলের ক্রিকেটারদের ওয়ার্ম আপ করতে সমস্যা হয়নি। কিন্তু নির্ধারিত সময়ে টস হয়নি। কারণ টসের আগে ফের বৃষ্টি শুরু হয়।
জয়পুরে বৃষ্টি বাধা কাটিয়ে টস জিতলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। এবং টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাটের অধিনায়ক। সঞ্জুর আজ মাইলস্টোন ম্যাচ। আইপিএলে অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ খেলতে নামছেন সঞ্জু। মাইলফলক ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল না সঞ্জুর। টস জিতলে তিনিও ফিল্ডিং বেছে নিতেন বলে জানান। উল্লেখ্য, সঞ্জুর পাশাপাশি যুজি চাহালেরও আজ মাইলস্টোন ম্যাচ। তিনি ১৫০তম আইপিএল ম্যাচ খেলছেন আজ।
টসের পর গুজরাটের অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। যদি ম্যাচের মাঝে বৃষ্টির কারণে বাধা সৃষ্টি হয়, সেক্ষেত্রে রান তাড়া করাটাই ভালো। একাদশ সহজে বাছতে পারিনি। কারণ বেশ কয়েকজন ক্রিকেটার চোটে কাবু। কেন উইলিয়ামসনের জায়গায় একাদশে ম্যাথু ওয়েড এসেছে। শরথের জায়াগায় এসেছেন মনোগর। শেষ ২টো ম্যাচে আমরা ভালো জায়গাতেই ছিলাম। কিন্তু শেষটা ভালো করতে পারিনি। কঠিন পরিস্থিতিতে ম্যাচ শেষ করাটাই আসল। আমি যখন ব্যাটিং করি সেই সময় নেতৃত্ব নিয়ে ভাবি না। আর নেতৃত্ব দেওয়ার সময় প্লেয়ারদের বুস্ট করা, আত্মবিশ্বাস জোগানো প্রয়োজন বলে মনে করি।’
অধিনায়ক হিসেবে ৫০তম আইপিএল ম্যাচ খেলতে নামা সঞ্জু বলেন, ‘আমরাও প্রথমে বোলিং বাছতাম। এই সফরটা অসাধারণ কেটেছে। কিন্তু সকলেই জানে একটা টিমকে একা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আমি টিমের কাছ থেকে, সঙ্গার (কুমার সঙ্গাকারা) কাছ থেকে যে সমর্থন পাই তাঁর জন্য আমি কৃতজ্ঞ। চারটি ম্যাচ টানা আমরা জিতেছি ঠিকই, কিন্তু প্রতি ম্যাচে আলাদা চ্যালেঞ্জ ছিল।’
রাজস্থান রয়্যালসের একাদশ – যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট পরিবর্ত – রোভম্যান পাওয়েল, তনুষ কোটিয়ান, শুভম দুবে, কেশব মহারাজ, নভদীপ সাইনি।
গুজরাট টাইটান্সের একাদশ – শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, উমেশ যাদব, স্পেনসর জনসন, নুর আহমেদ, মোহিত শর্মা।
ইমপ্যাক্ট পরিবর্ত – বিআর শরথ, শাহরুখ খান, দর্শন নালকান্ডে, মানব সুথার ও সাই কিশোর।