কলকাতা: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এমনিতেই চাপে রয়েছেন। তার উপর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের চাপ বাড়াচ্ছেন শিবম দুবে। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের ভালোবাসা পাচ্ছেন না হার্দিক। তাঁর পারফরম্যান্সও আহামরি নয়। আইপিএলের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই নির্বাচকরা শুরু থেকেই নজর রেখেছেন ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে। ফলে অলরাউন্ডার হিসেবে এখনও অবধি হার্দিকের থেকে এগিয়ে রয়েছেন সিএসকের শিবম দুবে (Shivam Dube)। শুধু তাই নয়, দেশের প্রাক্তন ক্রিকেটাররাও চাইছেন শিবম দুবেকে এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াডে দেখতে।
সিএসকের তারকা অলরাউন্ডার শিবম দুবে এ বারের আইপিএলে ৪টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন যথাক্রমে – ৩৪*, ৫১, ১৮ এবং ৪৫ রান। গত বছরের আইপিএলে তিনি ভালো পারফর্ম করেছিলেন। ব্যাটের পাশাপাশি বল হাতে ভরসা দিতে পারেন শিবম দুবে। এ বারের আইপিএলে অবশ্য তিনি একটি ম্যাচেও এখনও বোলিং করেননি। কিন্তু আইপিএল শুরু হওয়ার আগে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে বল করেছিলেন। এবং উইকেটও নিয়েছিলেন। তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের হাতও বেশ ভালো। আর সেটাই চাপে ফেলে দিতে পারে হার্দিক পান্ডিয়াকে।
হায়দরাবাদের বিরুদ্ধে সিএসকের ২৪ বলে শিবম দুবের ৪৫ রানের ইনিংসের পর আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান জানিয়েছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে তিনি নিশ্চিতভাবেই শিবম দুবেকে টিমে নিতেন। তিনি বলেন, ‘আমি নির্বাচক হলে নিশ্চিতভাবে ওকে টিমে রাখতাম।’ এ ছাড়া সোশ্যাল মিডিয়া সাইট X এ ইরফান পাঠান লেখেন, ‘এই মুহূর্তে শিবম দুবে ভারতীয় ক্রিকেটে স্পিন হিটিং ক্ষমতার দিক থেকে যে কারও থেকে এগিয়ে! বিশ্বকাপের জন্য ভারতীয় নির্বাচকদের ওর দিকে বিশেষ নজর রাখা উচিত।’
Right now Shivam Dube is way ahead of any one in Indian cricket as far as spin hitting ability is concern! Indian selectors should keep a close eye on him for the World Cup.
— Irfan Pathan (@IrfanPathan) April 5, 2024
ইরফানের মতো শিবমকে বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চাইছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। সোশ্যাল মিডিয়া সাইট X এ তিনি লেখেন, ‘শিবম দুবেকে দেখে দারুণ লাগছে। আমার মনে হয় বিশ্বকাপের স্কোয়াডে ওর থাকা উচিত। ওর মধ্যে গেম চেঞ্জারের ক্ষমতা রয়েছে।’
Good to watch @IamShivamDube clearing the field with ease !! I feel he has to be in the World Cup squad . Has got the skill to be the #gamechanger #CSKvsSRH #IPLT20
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 5, 2024