মুম্বই: সোফায় আয়েশ করে বসে টিভি দেখছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। হঠাৎই বউ এসে বলল, কয়েকটা দিনের জন্য বাপেরবাড়ি যেতে চান। শুনে আনন্দে লাফাতে শুরু করলেন। রিমোট সরিয়ে রেখে একটু নেচেও নিলেন। বরের কাণ্ড দেখে হতবাক ধনশ্রী (Dhanasree verma)। তাহলে কি গুঞ্জন সত্যি? বিচ্ছেদের পথেই হাঁটছেন ভারতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার স্ত্রী ধনশ্রী ভার্মা? নাহ্, এমনটা ভাবার কারণ নেই। মঙ্গলবার ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একটি মজার রিলস পোস্ট করেন ধনশ্রী। তাঁদের বিচ্ছেদের নানারকমের খবরের মাঝে এই ভিডিও অনুরাগীদের আশ্বস্ত করেছে। এই ভিডিওতে এই সেলিব্রিটি কাপলকে আগের মতোই মিষ্টি লেগেছে নেটিজেনদের। সম্পর্কে প্রভাব ফেলেনি ডিভোর্সের জল্পনা।
ইনস্টাগ্রাম থেকে ‘চাহাল’ পদবী সরিয়ে নেওয়ার পর ধনশ্রী ও যুজবেন্দ্রর ডিভোর্সের জল্পনা হট টপিক হয়ে উঠেছিল। ধনশ্রীকে ব্যপকভাবে ট্রোল করা শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে আসরে নামেন চাহাল। গুঞ্জনে কান না দেওয়ার অনুরোধ করেন। এরপর ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে মানসিক ও শারীরিক যন্ত্রণার কথা জানান ধনশ্রী। ট্রোলারদের একহাত নিয়ে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দেন। জানান, নাচের রিলস তৈরি করতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে শয্যাশায়ী তিনি। শারীরিক কষ্টের মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া তাঁকে আহত করেছে। এর দিন দুয়েক পর নতুন রিলস পোস্ট করলেন ধনশ্রী।
একই দিনে ক্যামেরার সামনেও ধরা দিলেন চাহাল দম্পতি। এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার মুম্বই থেকে দুবাইয়ের বিমান ধরেন যুজবেন্দ্র চাহাল। স্বামীকে সি অফ করতে হাঁটুর চোট নিয়েই বিমানবন্দরে আসেন ধনশ্রী। হাসিমুখে পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিলেন দু’জনে। এয়ারপোর্টে ঢোকার আগে ধনশ্রী-যুজির উষ্ণ আলিঙ্গন অনুরাগীদের আশ্বস্ত করেছে অনেকটাই।