রায়ানের টুইটের ২৪ ঘণ্টার মধ্যেই মিলল স্পনসর

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

May 24, 2021 | 11:13 AM

বার্লের পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে এত তাড়াতাড়ি স্পনসর পেয়ে যাবেন ভাবেননি রায়ান।

রায়ানের টুইটের ২৪ ঘণ্টার মধ্যেই মিলল স্পনসর
রায়ানের টুইটের ২৪ ঘণ্টার মধ্যেই মিলল স্পনসর

Follow Us

হারারে: জিম্বাবোয়ের (Zimbabwe) অলরাউন্ডার রায়ান বার্লের (Ryan Burl) এক টুইটে (tweet), সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্বের এক নামকরা ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। ঘটনাটি আসলে কী? জিম্বাবোয়ের ক্রিকেটার রায়ান বার্ল টুইটারে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় কয়েকটি ছেঁড়া জুতো ও আঠা রয়েছে। ক্যাপশনে রায়ান লেখেন, “আমরা কী কোনও স্পনসর পেতে পারি? যাতে প্রতি সিরিজের পর আমাদের জুতোতে আঠা লাগাতে না হয়।” জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের (Zimbabwe Cricket Board) আর্থিক অবস্থা শোচনীয়, তা বার্লের পোস্টই বলে দিচ্ছে। আর্থিক অবস্থার বেহাল দশার কারণেই সেখানকার অনেক ক্রিকেটার বাধ্য হয়ে জিম্বাবোয়ে ছেড়ে অন্যান্য দেশের হয়েও খেলেছেন।

বার্লের পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। টুইটারে অনেক ভক্তই জানায়, তারা স্পনসর করতে না পারলেও আর্থিক সাহায্য করতে পারেন। তবে রায়ানের কাছে সব থেকে খুশির খবরটি আসে, তাঁর টুইটের ২৪ ঘণ্টার মধ্যেই। বিশ্বের এক নামী ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ওই বহুজাতিক সংস্থা রায়ানকে মেনশেন করে টুইট করে, “আঠা দুরে সরিরে রাখো। রায়ান বার্ল আমরা তোমার পাশে আছি।”

এত তাড়াতাড়ি স্পনসর পেয়ে যাবেন ভাবেননি রায়ান। ওই বহুজাতিক সংস্থা তাঁকে স্পনসর করবে জানতে পেরে উচ্ছসিত রায়ান টুইট করেন, “আনন্দের সঙ্গে আমি ঘোষণা করছি, আমি পুমা ক্রিকেট টিমের সঙ্গে যুক্ত হব। আমি গর্বিত যে, গত ২৪ ঘণ্টার মধ্যে ভক্তদের সাহায্য এবং সাপোর্টের কারণে আমি স্পনসর পেলাম। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।” পাশাপাশি রায়ান ওই বহুজাতিক সংস্থাকেও ধন্যবাদ জানাতে ভোলেননি।

আরও পড়ুন: ক্রিকেটারদের নথিপত্র যাচাই করছে সিএবি

Next Article