Heath Streak : ‘মরি নাই’, হোয়্যাটসঅ্যাপ মেসেজে জানালেন হিথ স্ট্রিক!
দক্ষিণ আফ্রিকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন জিম্বাবোয়ের কিংবদন্তি হিথ স্ট্রিক। এই খবরে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া।
কলকাতা : ভারতীয় সময় সকাল ৬টা নাগাদ ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যুর খবর। দক্ষিণ আফ্রিকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন জিম্বাবোয়ের কিংবদন্তি হিথ স্ট্রিক (Heath Streak)। এই খবরে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। একসময়ের সতীর্থ হেনরি ওলঙ্গা, বর্তমানে জিম্বাবোয়ের অধিনায়ক শন উইলিয়ামসরা টুইটারে শোকবার্তা জানান। বীরেন্দ্র সেওয়াগ, অনিল কুম্বলেরাও শোকবার্তা জানিয়েছেন। তারপরই জানা গেল বেঁচে রয়েছেন ক্যান্সারে আক্রান্ত হিথ স্ট্রিক। তাঁর মৃত্যুর খবর ভুয়ো এটা নিশ্চিত করেছেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার হেনরি ওলঙ্গা। হিথ স্ট্রিকের সঙ্গে হোয়্যাটসঅ্যাপের কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। যেখানে মজার ছলে হিথ লিখেছেন, “নিঃসন্দেহে বেঁচে রয়েছি। অবিলম্বে এই রান আউট ফিরিয়ে নাও বন্ধু।” পরে তাঁর মেয়েও বেঁচে থাকা খবর নিশ্চিত করেছেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রসঙ্গত, হিথ স্ট্রিকের মৃত্যুর খবর প্রথম নজরে আসে হেনরি ওলঙ্গার টুইটে। তাঁর টুইট দেখে সংবাদমাধ্যমগুলি হিথের প্রয়াণের খবর প্রচার করে। সেই তিনিই চার ঘণ্টার মধ্যে সুর বদলালেন। ১০টা ৫৬ মিনিটে তাঁর সর্বশেষ টুইট অনুযায়ী, ‘বেঁচে আছেন হিথ’। তিনি লেখেন, “আমি নিশ্চিত করে বলছি যে স্ট্রিকের মৃত্যুর খবর অতিরঞ্জিত। এইমাত্র তাঁর কাছ থেকে নিশ্চিত হলাম। তৃতীয় আম্পায়ার তাঁকে ফেরত পাঠিয়েছেন। তিনি এখনও বেঁচে রয়েছেন।” কারও মৃত্যু নিয়ে গুজব ছড়ানোয় জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারকে একহাত নিয়েছেন নেটিজেনরা। এমন সংবেদনশীল বিষয়ে না জেনে কেন ভুয়ো তথ্য ছড়ালেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
I can confirm that rumours of the demise of Heath Streak have been greatly exaggerated. I just heard from him. The third umpire has called him back. He is very much alive folks. pic.twitter.com/LQs6bcjWSB
— Henry Olonga (@henryolonga) August 23, 2023
জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়কের প্রয়াণের খবর দিয়ে যে পোস্ট করেছিলেন ওলঙ্গা সেটি মোট সাতবার এডিট করা হয়। কিন্তু ততক্ষণে চারিদিকে চাউর হয়ে গিয়েছে হিথের মৃত্যুর খবর। যাই হোক, ৪৯ বছরের ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার যে বেঁচে রয়েছেন তাতেই স্বস্তি ক্রিকেট জগতের।