Cristiano Ronaldo: রোনাল্ডোর সঙ্গে ২ বছরের চুক্তি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

TV9 Bangla Digital | Edited By: sushovan mukherjee

Aug 31, 2021 | 4:34 PM

১৫ মিলিয়ন পাউন্ডে (15 Million Pound) সই করেছেন তিনি। যা আরও ৮ মিলিয়ন বাড়তে পারে। চুক্তি সই হতেই তা সরকারি ভাবে প্রকাশ করে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। সব ঠিকঠাক থাকলে হয়তো ১১ সেপ্টেম্বর নিউক্যাসলের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) নতুন ইনিংস শুরু করবেন রোনাল্ডো।

Cristiano Ronaldo: রোনাল্ডোর সঙ্গে ২ বছরের চুক্তি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
২ বছরের জন্য ম্যান ইউতে সই রোনাল্ডোর। ছবি: টুইটার

Follow Us

লন্ডন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে দু’বছরের চুক্তি করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। পরে বাড়ানো হতে পারে আরও একবছর। জুভেন্তাস (Juventus) ছেড়ে ছেলেবেলার ক্লাব ফিরেছেন পর্তুগিজ তারকা। মেডিক্যালও হয়ে গিয়েছে তাঁর। এ বার সরকারি চুক্তি প্রকাশ করল ম্যান ইউনাইটেড।

লিওনেল মেসির (Lionel Messi) বার্সেলোনা (FC Barcelona) ছেড়ে পিএসজিতে (PSG) আসা নিয়ে কম হইচই হয়নি। দলবদল উইন্ডো শেষ হওয়ার আগে চমক দিয়েছেন রোনাল্ডোও। ১৫ মিলিয়ন পাউন্ডে (15 Million Pound) সই করেছেন তিনি। যা আরও ৮ মিলিয়ন বাড়তে পারে। চুক্তি সই হতেই তা সরকারি ভাবে প্রকাশ করে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। সব ঠিকঠাক থাকলে হয়তো ১১ সেপ্টেম্বর নিউক্যাসলের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) নতুন ইনিংস শুরু করবেন রোনাল্ডো।

২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যান ইউনাইটেডের হয়ে আটটা বড় ট্রফি জিতেছিলেন রোনাল্ডো। ২০০৮ সালে ব্যালন ডি’ওর (Ballon D’Or) পেয়েছিলেন। ২০০৯ সালে বিপুল অর্থে রিয়াল মাদ্রিদ (Real Madrid) চলে যান পর্তুগিজ তারকা।

 

আরও পড়ুন:TOKYO PARALYMPICS 2020: তালিবানের চোখ রাঙানি এড়িয়ে ট্র্যাকে আফগান অ্যাথলিট

রোনাল্ডোকে পেয়ে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত কয়েক বছরে তেমন বড় সাফল্য নেই। ২০১২-১৩ মরসুমে স্যার অ্যালেক্স ফার্গুসনের (Sir Alex Ferguson) কোচিংয়ে শেষ বার ইপিএল (EPL) জিতেছিল। একের পর এক কোচ বদল হয়েছে তারপর। কিন্তু ট্রফি আসেনি। চ্যাম্পিয়ন্স লিগেও (UEFA Champions League) নিজেদের মেলে ধরতে পারেনি। সেখান থেকেই রোনাল্ডোর হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সমর্থকরা। তাই বলা যেতেই পারে, পাহাড়প্রমাণ চাপ নিয়েই ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নতুন ইনিংস শুরু করছেন রোনাল্ডো। পুরনো ক্লাব, চেনা ভক্তরা হয়তো থাকবে। কিন্তু প্রত্যাশার চাপ নিয়েই প্রথম ম্যাচ থেকেই নামতে হবে রোনাল্ডোকে।

Next Article