সুশীলের আগাম জামিনের আবেদন খারিজ আদালতের

sushovan mukherjee |

May 18, 2021 | 9:08 PM

৫ মে সাগর মে ছত্রসাল স্টেডিয়ামে এক ঝামেলার জেরে মারা যান। তাঁর পরিবার খুনের মামলা দায়ের করে। তদন্তে নেমে দেখা যায়, সুশীল সহ তাঁর আরও কিছু ঘনিষ্ঠ লোকজন এই ঘটনায় প্রত্যক্ষ ভারে জড়িয়ে আছেন। তার পরই সুশীলের খোঁজ শুরু হয়

সুশীলের আগাম জামিনের আবেদন খারিজ আদালতের
ফাইল চিত্র

Follow Us

নয়াদিল্লি: সুশীল কুমারের আগাম জামিনের আবেদন নাকচ করে দিল দিল্লি আদালত। সাগর রানা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত বলে। আদালতে জামিনের দাবি খারিজ হয়ে যাওয়ার ফলে দু’বারের অলিম্পিক পদকজয়ীর পুলিশের হাতে ধরা দেওয়া ছাড়া আর কোনও রাস্তা রইল না। কিন্তু মঙ্গলবার সন্ধে পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, সে পথে আপাতত হাঁটেননি সুশীল।

অতিরিক্ত সেশন জাজ জগদীশ কুমার নিজের রায়ে বলেছেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। তদন্ত অনুযায়ী অভিযুক্তই এই ঘটনার অন্যতম অভিযুক্ত। তদন্ত এখনও চলছে। অভিযুক্তদের কয়েকজন এখনও গ্রেপ্তার হয়নি। তাই জামিনের আবেদন খারিজ করা হল।’

৫ মে সাগর মে ছত্রসাল স্টেডিয়ামে এক ঝামেলার জেরে মারা যান। তাঁর পরিবার খুনের মামলা দায়ের করে। তদন্তে নেমে দেখা যায়, সুশীল সহ তাঁর আরও কিছু ঘনিষ্ঠ লোকজন এই ঘটনায় প্রত্যক্ষ ভারে জড়িয়ে আছেন। তার পরই সুশীলের খোঁজ শুরু হয়। আর তখন থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। হরিয়ানা ও পঞ্জাবে দিনের পর দিন চিরুনিতল্লাসি চালিয়েও খুঁজে বের করা সম্ভব হয়নি সুশীলকে। তার পরই অলিম্পিয়ানের জন্য লুকআউট নোটিশ জারি করে পুলিশ। তাতেও কোনও ফল না পেয়ে সুশীলের জন্য ১ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে।

আরও পড়ুন:এবিডির আবেদন খারিজ হতেই ঝড় তুলল নেটিজেনরা

পুলিশ ও প্রশাসনের তরফে চাপ যে বাড়ছে, তা বুঝতে পেরেছেন সুশীল। তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সাগর রানা হত্যাকাণ্ডে পুলিশ সহযোগিতা না করার জন্য এবং তিনি নিজে অন্যতম অভিযুক্ত হওয়ায় জামিনের আবেদন বাতিল করে দিয়েছে আদালত।সুশীল নিজের আবেদনে আদালতকে লিখেছেন, পুলিশকে তদন্তে সব রকম সাহায্য করতে তিনি রাজি। কিন্তু যতক্ষণ না পুলিশের কাছে ধরা দিচ্ছেন তিনি, পরিস্থিতি তাঁর বিরুদ্ধেই যাচ্ছে।

Next Article