এবিডির আবেদন খারিজ হতেই ঝড় তুলল নেটিজেনরা

আইপিএল সার্কিটে এখনও জনপ্রিয় মিস্টার ৩৬০ ডিগ্রি। ডে'ভিলিয়ার্সের আবেদন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নাকচ করে দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় এবিডির পক্ষ নেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। নেটিজেনদের দাবি, ভারতের হয়ে খেলুক ডে'ভিলিয়ার্স

এবিডির আবেদন খারিজ হতেই ঝড় তুলল নেটিজেনরা
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: May 18, 2021 | 9:02 PM

জোহানেসবার্গ: অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে চেয়েছিলেন এবি ডে’ভিলিয়ার্স। মিস্টার ৩৬০ ডিগ্রির সেই আবেদন খারিজ করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অবসর ভেঙে ফিরতে পারছেন না এবি ডে’ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলের চুটিয়ে খেলেন এবিডি। ব্যাট হাতে এখনও ঝড় তোলেন তিনি। বিরাট কোহলির আরসিবিতে ভরসার নাম ডে’ভিলিয়ার্স।

আশা করা হচ্ছিল, প্রোটিয়াদের হয়ে ফের ব্যাট হাতে ২২ গজে নামতে দেখা যাবে এবিডিকে। তবে সমস্ত আশা, জল্পনাতে জল ঢেলে দিল ক্রিকেট সাউথ আফ্রিকা। এদিন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এপেক্স কাউন্সিলের মিটিংয়ে জানানো হয়, কোনও মতেই আর অবসর ভেঙে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না ডে’ভিলিয়ার্স।

আরও পড়ুন:বেদার পর করোনায় মাকে হারালেন প্রিয়া

আইপিএল সার্কিটে এখনও জনপ্রিয় মিস্টার ৩৬০ ডিগ্রি। ডে’ভিলিয়ার্সের আবেদন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নাকচ করে দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় এবিডির পক্ষ নেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। নেটিজেনদের দাবি, ভারতের হয়ে খেলুক ডে’ভিলিয়ার্স। কেউ কেউ এমনটাও বলে শীঘ্রই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক এবিডিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন ইন ব্লু-দের হয়ে ডে’ভিলিয়ার্সকে দেখতে চান তাঁর ভক্তরা। বাস্তবে তা সম্ভব না হলেও, এবিডির ভক্তরা এখনও ২২ গজে ডে’ভিলিয়ার্স ঝড় দেখতে চান।