বেদার পর করোনায় মাকে হারালেন প্রিয়া

মারণ ভাইরাসের সঙ্গে লড়ার বার্তাও দেন প্রিয়া। সবাইকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানান তিনি। সামনের মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল

বেদার পর করোনায় মাকে হারালেন প্রিয়া
ছবি-ইনস্টাগ্রাম
Follow Us:
| Updated on: May 18, 2021 | 5:24 PM

নয়াদিল্লি: বেদা কৃষ্ণমূর্তির পর এবার প্রিয়া পুনিয়া। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার প্রিয়া পুনিয়ার মা। ২৪ বছর বয়সেই মাকে হারালেন প্রিয়া। ইংল্যান্ড সফরে ভারতীয় মহিলা দলের স্কোয়াডে আছেন তিনি। তার আগেই এমন দুর্ঘটনা নেমে এল প্রিয়ার জীবনে।

View this post on Instagram

A post shared by Priya Punia (@priyapunia16)

মারণ ভাইরাসে মাকে হারানোর পর ইনস্টাগ্রামে মায়ের জন্য শোক প্রকাশ করেন প্রিয়া পুনিয়া। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার লেখেন, ‘আজ আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে সবসময় শক্ত থাকার কথা বলতে। তুমি জানতে, একদিন তোমাকে হারানোর কঠিন যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে। আমি তোমাকে মিস করছি মা। তুমি যত দূরেই থাক না কেন, আমি জানি তুমি আমার সঙ্গেই আছ। আজীবন তোমাকে ভালোবেসে যাব মা। জীবনের কিছু কঠিন সত্য মেনে নেওয়া যায় না। তোমার স্মৃতি কখনও ভুলতে পারব না। চিরশান্তিতে ঘুমাও মা।’

আরও পড়ুন:চাপে পড়ে পিছু হঠলেন ব্যানক্রফ্ট? প্রশ্নে অনেকের

এরই সঙ্গে মারণ ভাইরাসের সঙ্গে লড়ার বার্তাও দেন প্রিয়া। সবাইকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানান তিনি। সামনের মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১৯ তারিখ মুম্বইয়ের হোটেলে একে একে যোগ দেবেন ক্রিকেটাররা। ইংল্যান্ড সফরে ১টা টেস্ট আর ৩টে ওয়ানডে এবং ৩টে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল।