কলকাতা: রবিবার থেকে শুরু ডুরান্ড কাপ (Durand Cup)। কলকাতায় বসছে ১৩০তম ডুরান্ড কাপের আসর। বাংলার দুই প্রধান না থাকলেও ঐতিহ্যশালী টুর্নামেন্টে খেলছে অপর প্রধান মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। আইএসএলের (ISL) এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসির মতো দলগুলো খেলছে এ বারের ডুরান্ডে। যদিও ফ্র্যাঞ্চাইজি দলগুলির বেশিরভাগ রিজার্ভ ফুটবলারই খেলবে ঐতিহ্যশালী ডুরান্ডে। গতবারের চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসি এবং আই লিগের সুদেবা এফসি খেলবে ডুরান্ডে।
রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিং বনাম এয়ার ফোর্স ম্যাচ দিয়ে শুরু হবে ডুরান্ড কাপ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার ফুটবলের জন্য সুখবর, আগামী ৫ বছর কলকাতাতেই ডুরান্ড কাপের আসর বসবে। আজ ফোর্ট উইলিয়ামে আসন্ন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সেনার আধিকারিকরাও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। যুবভারতী ক্রীড়াঙ্গন, মোহনবাগান মাঠ এবং কল্যাণী স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। যুবভারতীতে (VYBK) হবে ১৪টা ম্যাচ। মোহনবাগান মাঠে ৯টা আর কল্যাণী স্টেডিয়ামে হবে ৮টা ম্যাচ। ৩ অক্টোবর ফাইনাল হবে যুবভারতীতে।
আসন্ন ডুরান্ড কাপে (Durand Cup) দেখা যেতে পারে দর্শক। কোভিড বিধি (Covid Protocol) মেনে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। তবে প্রথম ম্যাচ দর্শকশূন্যই হবে। কোভিড পরিস্থিতি দেখে দর্শক প্রবেশের অনুমতিতে সবুজ সংকেত দেওয়া হবে। উদ্যোক্তারা অবশ্য দর্শক প্রবেশের ব্যাপারে আশাবাদী। এ প্রসঙ্গে আশার সুর শোনালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। মাঠে দর্শক প্রবেশ করলেও, তাদের টিকাকরণ বাধ্যতামূল্যক। অন্তত প্রথম ডোজ নিতেই হবে।