এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে চমক গোয়ার

Apr 15, 2021 | 7:46 PM

আইএসএল (ISL) থেকে ধরলে টানা ১৬ ম্যাচ অপরাজিত এফসি গোয়া (FC Goa)।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে চমক গোয়ার
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে চমক গোয়ার

Follow Us

মারগাও‌: একে তো ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথম কোনও ভারতীয় টিম (Indian Team) এশিয়ার সেরা লিগে খেলার টিকিট পেয়েছে। আর সেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেই (AFC Champions League) কিনা চমকে দিল এফসি গোয়া (FC Goa)। গ্রুপ লিগের প্রথম ম্যাচে কাতারের অন্যতম সেরা ক্লাব আল রায়ানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে জুয়ান ফেরান্দোর টিম।

১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার লরাঁ ব্লাঁ আল রায়ানের কোচ। ম্যাচের পর তিনি বলেছেন, ‘ম্যাচটা যদি আমরা জিততাম, তা হলে কিন্তু বিরাট ঘটনা হত না। এটা মেনে নিতে কোনো দ্বিধা নেই, গোয়া আমাদের বিরুদ্ধে টাইট ম্যাচ খেলেছে।’

এই নিয়ে টানা ১২বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলছে কাতারের ক্লাব। ব্লাঁয়ের মতো হাই প্রোফাইল কোচের পাশাপাশি এই টিমে ইউরোপের প্রথম সারির ক্লাবগুলোর বেশ কিছু ফুটবলারও আছে। তাদের বিরুদ্ধে গোয়ার এই পারফরম্যান্স কার্যত ম্যাচ জেতার মতোই। শুরু থেকেই ডিফেন্সিভ ফুটবল খেলেছে ভারতীয় ক্লাব। আল রায়ান বেশ কিছু গোলের সুয়োগ পেলেও কাজে লাগাতে পারেনি। অবশ্য গোয়ার গরম আর আর্দ্রতা কিছুটা হলেও সাহায্য করেছিল গোয়াকে।

আরও পড়ুন: উইজডেনের পাঁচ দশকের সেরার তালিকায় বিরাট, সচিন, কপিল

আইএসএল (ISL) থেকে ধরলে টানা ১৬ ম্যাচ অপরাজিত এফসি গোয়া। কোচ ফেরান্দো ম্যাচের পর বলেছেন, ‘ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে পুরো ড্রেসিংরুম উত্তেজিত হয়েছিল। এর আগে এতটা রোমাঞ্চিত বোধহয় আর কখনও হয়নি। ওদের দেখেই মনে হয়েছিল, দারুণ কিছু করার জন্য মুখিয়ে আছে। তবে, সবে মাত্র প্রথম ম্যাচ খেলেছি। আরো পাঁচটা ম্যাচ খেলতে হবে আমাদের।’

Next Article