টোকিও অলিম্পিকের দিকে তাকিয়ে ফিটনেসে জোর রিডের

TV9 বাংলা ডিজিটাল- টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) দিকে তাকিয়ে ফিটনেসের উপর জোর দিচ্ছেন ভারতীয় হকি টিমের কোচ গ্রাহাম রিড (Graham Reid)। করোনার জন্য আন্তর্জাতিক হকি বন্ধ থাকলেও বেঙ্গালুরু সাইয়ে দফায় দফায় শিবির করেছেন মনপ্রীত সিং, শ্রীজেশরা। আগামী বছরের শুরুতেই বেশ কিছু ম্যাচ খেলার কথা ভারতের। যেখান থেকে অলিম্পিকের প্রস্তুতি নেওয়া শুরু করা হবে। একই সঙ্গে […]

টোকিও অলিম্পিকের দিকে তাকিয়ে ফিটনেসে জোর রিডের
দলের সঙ্গে আলোচনায় ব্যস্ত জাতীয় হকি দলের কোচ রিড। ছবি সৌজন্যে - টুইটার (হকি ইন্ডিয়া)
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 5:56 PM

TV9 বাংলা ডিজিটাল- টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) দিকে তাকিয়ে ফিটনেসের উপর জোর দিচ্ছেন ভারতীয় হকি টিমের কোচ গ্রাহাম রিড (Graham Reid)। করোনার জন্য আন্তর্জাতিক হকি বন্ধ থাকলেও বেঙ্গালুরু সাইয়ে দফায় দফায় শিবির করেছেন মনপ্রীত সিং, শ্রীজেশরা। আগামী বছরের শুরুতেই বেশ কিছু ম্যাচ খেলার কথা ভারতের। যেখান থেকে অলিম্পিকের প্রস্তুতি নেওয়া শুরু করা হবে। একই সঙ্গে টোকিও অলিম্পিকের দিকে তাকিয়ে ভুলত্রুটি দ্রুত শুধরে নেওয়ার চেষ্টা করবেন ভারতীয় কোচ।

রিড সাফ বলেছেন, ‘এত দিন ধরে আমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়েছি। আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিমাণ ফিটনেস(fitness) দরকার, সেটা ধীরে ধীরে পাচ্ছে টিম। ফেব্রুয়ারিতে ভুবনেশ্বরে হকি প্রো লিগ রয়েছে। তার আগে আমরা ছন্দটা ফিরে পাব, এটা নিশ্চিত ভাবেই বলতে পারি।’

গত চার মাস বেঙ্গালুরুতে জৈব সুরক্ষিত পরিবেশ শিবির চলছে ভারতের। রিডের কথায়, ‘সাধারণত, এক বছরে ৪-৬ সপ্তাহের শিবির হয়। তার পর প্লেয়াররা ছুটি পায়। তাদের পরিবারের সঙ্গে কাটানোর সুযোগও মেলে। কিন্তু করোনার জন্য এ বারের পরিস্থিতি একেবারে অন্য রকম।

আরও পড়ুন – জুভেন্তাস জার্সিতে রোনাল্ডোর সেঞ্চুরি, পেলের আরও কাছে মেসি

শেষ চারটে মাস খুবই কঠিন ছিল প্লেয়ারদের ক্ষেত্রে। মানসিক ভাবে মানিয়ে নেওয়াটা সব সময় কঠিন। তা সত্বেও টিম যেখানে দাঁড়িয়ে, আমি সত্যিই খুশি। টিমকে এখন কয়েকর দিনের ছুটি দেব। যাতে মানসিক ভাবে ওরা ফ্রেশ হয়ে উঠতে পারে। তার পর ভাবনা শুরু করব আগামী বছরের জন্য।’