কৌস্তভ গঙ্গোপাধ্যায়
ক্লাব-ইনভেস্টর চু্ক্তি জট সমাধানে ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) প্রাক্তন সচিব তথা বিশিষ্ট আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে (Partha Sarathi Sengupta) দায়িত্ব দিয়েছে ক্লাব। দায়িত্ব পেয়েই আসরে নেমে গিয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব। ক্লাবের আইনজীবীর সঙ্গে দফায় দফায় কথা হয়েছে পার্থ সেনগুপ্তর। চুক্তিপত্র সংক্রান্ত বিষয়ে বিনিয়োগকারী সংস্থাকে আইনী প্রস্তাব দিলেন লাল-হলুদের প্রাক্তন সচিব। ক্লাব-ইনভেস্টর চুক্তি জটের মধ্যস্থতাকারী হিসেবে গুরুদায়িত্ব পালন করছেন তিনি।
টিভি নাইন বাংলাকে পার্থসারথি সেনগুপ্ত বলেন, ‘ক্লাবের আইনজীবীর সঙ্গে আমার কথা হয়েছে। টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্যই দেখাতে পাচ্ছে না তারা। শুধু কয়েকটা পয়েন্ট তুলে ধরে বলছে, এটা হওয়া উচিত, এটা উচিত নয়। টার্মশিট সইয়ের সময় উচিত-অনুচিত ভাবতে হত। তবু আমি চেষ্টা করছি একটা সমাধানে পৌঁছতে।’
চুক্তিপত্রে কিছু বিশেষ বিশেষ ক্লজ সংযোজন বা পাল্টানোর জন্য বিনিয়োগকারী সংস্থাকে প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট আইনজীবী। ক্লাব অনেকগুলো বিষয় নিয়ে আপত্তি তুললেও পার্থবাবু সাফ জানাচ্ছেন, ‘যে বিষয়গুলো নিয়ে আমার কথা বলা সম্ভব নয় তা ক্লাবকে পরিষ্কার জানিয়ে দেব। আর যে বিষয়গুলো নিয়ে কথা বলা সম্ভব সেই প্রস্তাব বিনিয়োগকারী সংস্থাকে পাঠিয়ে দিয়েছি।’
ক্লাবের প্রাক্তন সচিব এও বলেন, ‘আমি জ্যোতিষী নই যে বলে দেব ৭-১০ দিনের মধ্যে সমস্যা মিটে যাবে আর ক্লাব চুক্তিপত্রে সই করে দেবে। এটা দুই পক্ষের ব্যাপার। শুধু এটাই বলছি, ৩১ আগস্ট পর্যন্ত ট্রান্সফার উইন্ডো রয়েছে। তার মধ্যে সমস্যা না মিটলে কি ভাবে দল গড়ে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল। কারণ কয়েকদিন বাদেই শুরু কলকাতা লিগ। তারপর আইএসএল।’
সূত্রের খবর, ক্লাবের লোগো সংক্রান্ত এবং কিছু বিশেষ বিষয়ে বিনিয়োগকারী সংস্থার কাছে প্রস্তাব পাঠিয়েছেন পার্থসারথি সেনগুপ্ত। জানা গিয়েছে, চুক্তিপত্রে সই করলে ক্লাবের লোগো বিনিয়োগকারী সংস্থার অধীনে চলে যাবে। তবে সেই লোগো পাল্টানোর অধিকার নেই লগ্নিকারী সংস্থার। ভবিষ্যতে ক্লাব-ইনভেস্টরের ভলেন্টিয়ারি টার্মিনেশন হলে ক্লাব সেই লোগো ফিরে পাবে।
আরও পড়ুন: East Bengal: ‘মরার ঘায়ে ইঞ্জেকশন দিতে হবে’, পার্থসারথি সেনগুপ্ত