এটিকে মোহনবাগান-৫ : ব্লু স্টার-০
(কাউকো ২৪ ও ৩৮, মনবীর ২৯ ও ৮৯, উইলিয়ামস ৭৭)
কলকাতা: আর্থিক সঙ্কটে পড়ে রীতিমতো হাহাকার চলছে দেশ জুড়ে। সেই শ্রীলঙ্কা থেকে ব্লু স্টার (Blue Star) যে কলকাতা খেলতে এসেছিল, এটাই ছিল বড় খবর। তাদের ফুটবলের হালও দেশের মতোই। এএফসি কাপের (AFC Cup) ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে (ATK Mohun Bagan) ৫-০ হেরে গেল তারা। স্কোরলাইন ১০-০ কিংবা ১৫-০ হলেও অবাক হওয়ার কিছু ছিল না। প্রতিপক্ষ হিসেবে সেই অর্থে কোনও ছাপই রাখতে পারেননি নাসার, ফাহির, কাজাকোপানরা। সহজ আত্মসমর্পণ বললেও কমই বলা হয়। কলকাতার প্রিমিয়ার ডিভিশনের ক্লাবও বোধহয় এত দুর্বল টিম নয়। ১৯ এপ্রিল ঘরের মাঠে এএফসি কাপের দ্বিতীয় ম্যাচ রয়েছে সবুজ-মেরুনের। বাংলাদেশের ঢাকা আবাহনী কিন্তু শ্রীলঙ্কার মতো এত সহজ প্রতিপক্ষ যে হবে না, তা খুব ভালো করেই জানেন কোচ জুয়ান ফেরান্দো।
That’s that for tonight! ?♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/JGS5TjwdaT
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 12, 2022
প্রায় দু’বছর পর আবার সমর্থকদের সামনে ফুটবল খেলতে নামল মোহনবাগান। সে দিক থেকে দেখলে, ৫ গোলের ম্যাচ থেকে তৃপ্তি নিয়ে ফিরলেন সমর্থকরা। প্রথমার্ধেই ম্যাচটা কার্যত শেষ করে ফেলেছিল জুয়ান ফেরান্দোর টিম। ৩-০ করে ফেলেছিল। জনি কাউকো ২৪ মিনিটে প্রথম গোল করেছিলেন। ৫ মিনিটের মধ্যে আবার ২-০ মনবীর সিংয়ের। শ্রীলঙ্কা টিমের ডিফেন্সের হাল যে অত্যন্ত খারাপ, সেটা তখনই বোঝা গিয়েছিল। কতক্ষণ হুগো বোমাস, মনবীর, ডেভিড উইলিয়ামসদের আটকে রাখতে পারে, সেটাই ছিল দেখার। ৩৮ মিনিটে আবার পেনাল্টি থেকে ৩-০ হয়ে যায়। গোল হয়তো পাননি, কিন্তু দুরন্ত ফুটবল খেলেন বোমাস। মাঝমাঠে বিধ্বংসী ফুটবল খেলেন তিনি। আর তাই সে ভাবে মাথাই তুলতে পারেনি ব্লু স্টার।
Viking clap to round off the victory??
WHY NOT!See you again next week….❤️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/58W6P08gYO
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 12, 2022
সারা ম্য়াচে মোহনবাগান ১৭টা গোলমুখী শট নিয়েছে। শ্রীলঙ্কা সেখানে মাত্র ৯টা শট নিতে পেরেছে। বল পজেশনের দিক থেকেই অনেকটা এগিয়ে ছিল সবুজ-মেরুন। অধিকাংশ সময়ই শ্রীলঙ্কান টিমের অর্ধেই খেলা হয়েছে। বিরতির পর কিছুটা চেষ্টা করেছিল শ্রীলঙ্কার ফুটবলাররা। কিন্তু বাগানের ডিফেন্স ভাঙতে পারেননি তাঁরা। ৭৭ মিনিটে আবার ৪-০ করে ফেলেন ডেভিড উইলিয়ামস। ৮৯ মিনিটে আবার ব্যবধান বাড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন মনবীর।
আরও পড়ুন : IPL 2022: ব্যাটে নয়, নাচে সুপার হিট ডেভিড ওয়ার্নার