AFC CUP HIGHLIGHTS: ইন্টারজোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগান

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 24, 2021 | 6:43 PM

ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে লালকার্ড দেখেন বসুন্ধরার সুশান্ত।

AFC CUP HIGHLIGHTS: ইন্টারজোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগান
গোলের পর উচ্ছ্বাস উইলিয়ামসের

Follow Us

ম্যালেঃ বসুন্ধরা কিংসের সঙ্গে ১-১ গোলে ড্র করে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগান। প্রথমার্ধে জোনাথনের গোলে ০-১ গোলে পিছিয়ে পড়ে সবুজমেরুন ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে লালকার্ড দেখেন বসুন্ধরার সুশান্ত। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ১০জনের বসুন্ধরা কিংসকে চাপে ফেলতে শুরু করে এটিকে মোহনবাগান। ম্যাচের ৬২ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে গোল করে হাবাসের দলকে সমতায় ফেরান ডেভিড উইলিয়ামস। অবশেষে ১-১ গোলে ম্যাচ ড্র করে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগান।

এটিকে মোহনবাগানের প্রথম একাদশ-

অমরিন্দর সিং, আশুতোষ মেহতা, কার্ল ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামস, মনভীর সিং, শুভাশিস বসু, প্রীতম কোটাল, রয় কৃষ্ণা,  লিস্টন কোলাসো, দীপক টাংরি, লেনি রডরিগেজ

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Aug 2021 06:29 PM (IST)

    ম্য়াচ ড্র, সেমিফাইনালে এটিকে মোহনবাগান

    এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগান। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে হাবাসের দল। সবুজ মেরুনের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড উইলিয়ামস

  • 24 Aug 2021 05:50 PM (IST)

    সমতায় ফিরল এটিকে মোহনবাগান

    ৬২ মিনিটে লিস্টনের পাস থেকে ডেভিড উইলিয়ামসের গোল। সমতায় ফিরল এটিকে মোহনবাগান


  • 24 Aug 2021 05:37 PM (IST)

    হলুদ কার্ড এটিকে মোহনবাগানের

    হলুদ কার্ড দেখলেন দীপক টাংরি

  • 24 Aug 2021 05:35 PM (IST)

    দ্বিতীয়ার্ধের খেলা শুরু

    দ্বিতীয়ার্ধের খেলা শুরু। সমতায় ফেরার লড়াইয়ে এটিকে মোহনবাগান।

  • 24 Aug 2021 05:19 PM (IST)

    প্রথমার্ধের খেলার ফল ১-০

    ১ গোলে পিছিয়ে এটিকে মোহনবাগান। প্রথমার্ধের খেলা শেষ

  • 24 Aug 2021 05:19 PM (IST)

    লালকার্ড বসুন্ধরার

    লালকার্ড দেখলেন সুশান্ত। ১০জনে খেলতে হবে বসুন্ধরা কিংসকে।

  • 24 Aug 2021 05:16 PM (IST)

    ফের হলুদ কার্ড বসুন্ধরার

    এবার হলুদ কার্ড দেখলেন আতিকুর

  • 24 Aug 2021 04:59 PM (IST)

    পিছিয়ে পড়ল এটিকে মোহনবাগান

    ২৮ মিনিটে বসুন্ধরা কিংস এগিয়ে গেল ১-০ গোলে। গোলদাতা জোনাথন ফার্নান্ডেজ।

  • 24 Aug 2021 04:53 PM (IST)

    দুরন্ত ব্যাকভলি, গোল হল না

    ২৩ মিনিটে রয় কৃষ্ণার দুরন্ত ব্যাকভলি। গোল হল না।

  • 24 Aug 2021 04:50 PM (IST)

    হলুদ কার্ড বসুন্ধরার

    রয় কৃষ্ণাকে কড়া ট্যাকলের মাসুল। হলুদ কার্ড দেখলেন বিশ্বনাথ

  • 24 Aug 2021 04:48 PM (IST)

    সহজ সুযোগ হাতছাড়া

    ১৮ মিনিটে গোলের সহজ সুযোগ হাতছাড়া এটিকে মোহনবাগানের। গোল করতে ব্যর্থ লিস্টন কোলাসো।

  • 24 Aug 2021 04:39 PM (IST)

    ৮ মিনিটে খেলার ফল শূন্য

    লাইভ দেখুন TV9 বাংলা চ্যানেলে

  • 24 Aug 2021 04:31 PM (IST)

    বাজল শুরুর বাঁশি

    খেলা শুরু