ম্যালেঃ বসুন্ধরা কিংসের সঙ্গে ১-১ গোলে ড্র করে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগান। প্রথমার্ধে জোনাথনের গোলে ০-১ গোলে পিছিয়ে পড়ে সবুজমেরুন ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে লালকার্ড দেখেন বসুন্ধরার সুশান্ত। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ১০জনের বসুন্ধরা কিংসকে চাপে ফেলতে শুরু করে এটিকে মোহনবাগান। ম্যাচের ৬২ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে গোল করে হাবাসের দলকে সমতায় ফেরান ডেভিড উইলিয়ামস। অবশেষে ১-১ গোলে ম্যাচ ড্র করে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগান।
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ-
অমরিন্দর সিং, আশুতোষ মেহতা, কার্ল ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামস, মনভীর সিং, শুভাশিস বসু, প্রীতম কোটাল, রয় কৃষ্ণা, লিস্টন কোলাসো, দীপক টাংরি, লেনি রডরিগেজ
এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগান। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে হাবাসের দল। সবুজ মেরুনের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড উইলিয়ামস
৬২ মিনিটে লিস্টনের পাস থেকে ডেভিড উইলিয়ামসের গোল। সমতায় ফিরল এটিকে মোহনবাগান
হলুদ কার্ড দেখলেন দীপক টাংরি
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। সমতায় ফেরার লড়াইয়ে এটিকে মোহনবাগান।
১ গোলে পিছিয়ে এটিকে মোহনবাগান। প্রথমার্ধের খেলা শেষ
লালকার্ড দেখলেন সুশান্ত। ১০জনে খেলতে হবে বসুন্ধরা কিংসকে।
এবার হলুদ কার্ড দেখলেন আতিকুর
২৮ মিনিটে বসুন্ধরা কিংস এগিয়ে গেল ১-০ গোলে। গোলদাতা জোনাথন ফার্নান্ডেজ।
২৩ মিনিটে রয় কৃষ্ণার দুরন্ত ব্যাকভলি। গোল হল না।
রয় কৃষ্ণাকে কড়া ট্যাকলের মাসুল। হলুদ কার্ড দেখলেন বিশ্বনাথ
১৮ মিনিটে গোলের সহজ সুযোগ হাতছাড়া এটিকে মোহনবাগানের। গোল করতে ব্যর্থ লিস্টন কোলাসো।
লাইভ দেখুন TV9 বাংলা চ্যানেলে
খেলা শুরু