AFC Cup, ATK Mohun Bagan vs Maziya Sports and Recreation Highlights: মাজিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় মোহনবাগানের

| Edited By: | Updated on: Aug 21, 2021 | 11:33 PM

AFC Cup, ATK Mohun Bagan vs Maziya Sports and Recreation Live Today: মলদ্বীপে মুখোমুখি এটিকে মোহনবাগান ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন।

AFC Cup, ATK Mohun Bagan vs Maziya Sports and Recreation Highlights: মাজিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় মোহনবাগানের
মলদ্বীপে মুখোমুখি এটিকে মোহনবাগান ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন

এএফসি কাপের (AFC Cup) শুরুতেই ছন্দে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বেঙ্গালুরু এফসিকে ২-০ হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর রয় কৃষ্ণারা। হুগো বোমাস সবুজ-মেরুনে আসায় দলের মাঝমাঠ আরও ধারাল হয়েছে। যদিও মাজিয়ার বিরুদ্ধে বোমাসকে প্রথম এগারোয় রাখেননি কোচ হাবাস। তার পরিবর্তে খেলছেন লিস্টন কোলাসো। রক্ষণে দলকে নির্ভরতা দিচ্ছেন কার্ল ম্যাকহিউ, সুমিত রাঠিরা। আক্রমণই প্রধান অস্ত্র হাবাসের। সেটাকে হাতিয়ার করেই মলদ্বীপের মাজিয়া স্পোর্টসকে (Maziya Sports and Recreation) হারিয়ে নক আউটের রাস্তা প্রশস্ত করতে চাইছেন বাগানের স্প্যানিশ কোচ।

গত ম্যাচে গোল না পেলেও মাজিয়ার বিরুদ্ধে খাতা খুলতে চান ডেভিড উইলিয়ামস। অপর ম্যাচে বেঙ্গালুরু এফসি-বসুন্ধরা কিংস গোলশূন্য ড্র হওয়ায় অ্যাডভান্টেজ রয় কৃষ্ণাদের। মাজিয়ার বিরুদ্ধে তাই খোলামেলা মেজাজেই মাঠে নামছেন প্রীতম কোটাল, শুভাশিস বসুরা।

অন্যদিকে মলদ্বীপের মাজিয়া স্পোর্টসের ডু অর ডাই ম্যাচ। প্রথম ম্যাচ হারায় অনেকটাই ব্যাকফুটে স্টুয়ার্ট-ব্ল্যাঙ্কোরা। ঘরের মাঠে এটিকে মোহনবাগানকে হারিয়ে এএফসি কাপে ভেসে থাকতে মরিয়া মলদ্বীপের মাজিয়া।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 21 Aug 2021 11:24 PM (IST)

    রেফারির শেষ বাঁশি

    রেফারির শেষ বাঁশি- মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে ৩-১ জয় এটিকে-মোহনবাগানের। প্রথমার্ধে ০-১ পিছিয়ে ছিল হাবাসের টিম। দ্বিতীয়ার্ধে লিস্টন কোলাসো, রয় কৃষ্ণা ও মনবীর সিংয়ের গোলে এল জয়। হুগো বোমাস মাঠে নামতেই খেলার রং বদলে যায়। পর পর দু’ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে বাগান। শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ড্র করলেই পরের পর্বে চলে যাবেন কৃষ্ণারা।

  • 21 Aug 2021 11:07 PM (IST)

    ৭৮ মিনিট

    ৭৮ মিনিট- হুগো বোমাস মাঠে নামার পর যেন পুরো ছবিটাই পাল্টে গিয়েছে। হুগোর দুরন্ত থ্রু পেয়ে যান মনবীর সিং। মাজিয়া কিপারের কিছু করার ছিল না

    এটিকে মোহনবাগান-৩ : মাজিয়া স্পোর্টস-১

  • 21 Aug 2021 11:05 PM (IST)

    ৭৭ মিনিট

    ৭৭ মিনিট- গোওওওওওওললল!!!! মনবীর সিংয়ের গোলে ৩-১ এগিয়ে মোহনবাগান

  • 21 Aug 2021 10:54 PM (IST)

    ৬৫ মিনিট

    ৬৫ মিনিট- মাজিয়ার ফুটবলারের আচমকা শট থেকে প্রায় গোল হয়ে যাচ্ছিল। পোস্ট বাঁচাল মোহনবাগানকে। এটিকে-মোহনবাগান ২-১ এগিয়ে মাজিয়ার বিরুদ্ধে

  • 21 Aug 2021 10:52 PM (IST)

    ৬৪ মিনিট

    ৬৪ মিনিট- গোওওওওওওললল!!! মাঠে নেমেই চমক দেখালেন হুগো বোমাস। সুপারসাবের বাড়ানো বল পেয়ে যান লিস্টন। কিন্তু তাঁর শট প্রথমে সেভ করে দেন মাজিয়া কিপার। ফিরতি বল ধরে গোল রয় কৃষ্ণার। এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় গোল কৃষ্ণার

  • 21 Aug 2021 10:51 PM (IST)

    ৬৩ মিনিট – জোড়া বদল এটিকে-মোহনবাগানের

    ৬৩ মিনিট- জোড়া বদল এটিকে-মোহনবাগানের

    দীপক টাংরির বদলি হিসেবে মাঠে নামলেন শেখ সাহিল ডেভিড উইলিয়ামসের পরিবর্তে নামলেন হুগো বোমাস

  • 21 Aug 2021 10:49 PM (IST)

    ৫৯ মিনিট

    ৫৯ মিনিট- দ্বিতীয়ার্ধে মাজিয়া অনেক বেশি আক্রমণাত্মক। বল পজেশনও অনেক বেশি গ্রিন বয়েজ-এর। মোহনবাগান কিছুটা হলেও চাপে। সমতা ফেরানোর পরও হাবাসের টিমের মাঝমাঠ খুব বেশি কার্যকর ভূমিকা নিতে পারছে না। হুগো বোমাসকে নামানোর ভাবনা সবুজ-মেরুন কোচের। ওয়ার্মআপ করছেন তিনি।

  • 21 Aug 2021 10:38 PM (IST)

    ৫০ মিনিট

    ৫০ মিনিট- লিস্টন কোলাসোকে ফাউল। ফ্রি কিক মোহনবাগানের।

  • 21 Aug 2021 10:36 PM (IST)

    ৪৭ মিনিট

    ৪৭ মিনিট- গোওওওওওওওল!!! ১-১ মোহনবাগানের। ডান দিক থেকে মনবীরের তোলা ক্রসের জন্য সেকেন্ড পোস্টের কাছে অপেক্ষা করছিলেন লিস্টন কোলাসো। তিনিই সমতা ফেরালেন

  • 21 Aug 2021 10:21 PM (IST)

    প্রথমার্ধের ম্যাচ রিপোর্ট

    মাজিয়া স্পোর্টস-১ : এটিকে মোহনবাগান-০ (ইব্রাহিম ২৬ মিনিট)

    কলকাতা: বল পজেশন, ম্যাচের নিয়ন্ত্রণ ষাট শতাংশেরও বেশি সবুজ-মেরুনের। হুগো বোমাসের পরিবর্তে শুরু থেকে খেলা লিস্টন কোলাসো নজর কাড়লেন। বারবার বিপক্ষের বক্সে ঢুকে পড়লেন। দুরন্ত ড্রিবলও রয়েছে তরুণ ফুটবলারের পায়ে। কিন্তু মোহনবাগান দুটো কারণে চাপে পড়ল। প্রথমত, এটিকে-মোহনবাগান মাঝমাঠে খেলা ধরছে পারছে না। লেনি-দীপক-মনবীররা খেলা তৈরি করতে পারছেন না। যে কারণে উইং নির্ভর ফুটবল খেলতে হচ্ছে হাবাসের টিমকে। দ্বিতীয়ত, বাগানের ডিফেন্স এখনও জমাট বাঁধেনি। প্রীতম, সুমিত, ম্যাকহিউ, শুভাশিসরা চাপে পড়লে কিছুটা দিশেহারা হয়ে পড়ছেন। সেটাই দেখা গেল প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে। মাজিয়ার কাউন্টার অ্যাটাকে উঠে গোল করাটা সেই কারণেই।

    মাঝমাঠে খেলাটা ধরতে গেলে মোহনবাগানের হুগো বোমাসের মতো কাউকে লাগবে। যিনি খেলবেন, খেলাবেনও। হাবাস কি দ্বিতীয়ার্ধে হুগোকে নামাবেন?

  • 21 Aug 2021 10:13 PM (IST)

    ৪১ মিনিট

    ৪১ মিনিট- রয় কৃষ্ণাকে কড়া ট্যাকল মাজিয়ার ফুটবলার হোসেন নিহানে। রেফারি হলুদ কার্ড দেখালেন তাঁকে।

  • 21 Aug 2021 10:03 PM (IST)

    ৩০ মিনিট

    ৩০ মিনিট- ফ্রি কিক। কিন্তু টিমকে সমতায় ফেরাতে পারলেন না লিস্টন। মাজিয়া ১-০ এগিয়ে মোহনবাগানের বিরুদ্ধে

  • 21 Aug 2021 10:01 PM (IST)

    ২৯ মিনিট

    ২৯ মিনিট- চাপের মুখে নড়বড় করছে মোহনবাগান ডিফেন্স। মাজিয়ার তীব্র আক্রমণের সামনে কিছুটা হলেও অসহায় দেখাচ্ছে হাবাসের টিমকে। দুই স্টপার ম্যাকহিউ, সুমিতের মধ্যে বোঝাপড়ার অভাব

  • 21 Aug 2021 09:58 PM (IST)

    ২৬ মিনিট- ১-০ গোলে এগিয়ে গেল মাজিয়া

    ২৬ মিনিট- গোওওওললল! মোহনবাগানের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল মাজিয়া। পেনাল্টি বক্সের ৮ গজ দূরে ফ্রি কিক মোহনবাগানের। ডেভিড উইলিয়ামসের সেই কিক পেয়ে যায় মাজিয়া। বল ধরে উঠে আসা কর্নেলিয়াস এজেকাইল ডান দিক থেকে বল বাড়ান। যা ধরে টিমকে এগিয়ে দেন ইব্রাহিম এইসামের।

  • 21 Aug 2021 09:50 PM (IST)

    ১৯ মিনিট

    ১৯ মিনিট- ম্যাচ এখন অনেকটাই মোহনবাগানের নিয়ন্ত্রণে। দু’প্রান্তই চমত্‍কার ব্যবহার করার চেষ্টা করছেন মনবীর-শুভাশিসরা। নজর কাড়ছেন লিস্টন কোলাসো। এটিকে-মোহনবাগান বনাম মাজিয়া স্পোর্টস ০-০

  • 21 Aug 2021 09:38 PM (IST)

    ৬ মিনিট

    ৬ মিনিট- মাজিয়ার ফুটবলারকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন দীপক

  • 21 Aug 2021 09:36 PM (IST)

    ৫ মিনিট

    ৫ মিনিট- রয় কৃষ্ণার গোল অফসাইডে বাতিল

  • 21 Aug 2021 09:35 PM (IST)

    ৪ মিনিট

    ৪ মিনিট- শুরু থেকেই গোলের খোঁজে এটিকে-মোহনবাগান। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, লিস্টন কোলাসো, মনবীর সিং বিপক্ষের বক্সে হানা দিচ্ছেন।

  • 21 Aug 2021 09:30 PM (IST)

    কোন ছকে মাঠে নামছে এটিকে মোহনবাগান ও মাজিয়া স্পোর্টস?

    ৪-৩-৩ ছকে টিম সাজিয়েছেন আন্তনিও হাবাস। ৪-৩-৩ ছকে খেলবে মাজিয়া স্পোর্টস।

  • 21 Aug 2021 09:05 PM (IST)

    মোহনবাগানের প্রথম একাদশ

    মোহনবাগানের প্রথম একাদশ: অমরিন্দর, প্রীতম, সুমিত, ম্যাকহিউ, শুভাশিস, মনবীর, দীপক, লেনি, লিস্টন, কৃষ্ণা, উইলিয়ামস।

    প্রথম একাদশে একটাই বদল। হুগো বোমাসের পরিবর্ত হিসেবে খেলছেন লিস্টন কোলাসো

Published On - Aug 21,2021 9:00 PM

Follow Us: