East Bengal: সমস্যা মিটল, ইনভেস্টর পেল ইস্টবেঙ্গল

আজ, বুধবার মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আনুষ্ঠাকিভাবেই ইনভেস্টর হিসেবে ইমামির নাম ঘোষণা করা হল।

East Bengal: সমস্যা মিটল, ইনভেস্টর পেল ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2022 | 8:19 PM

কলকাতা: শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর, বাংলাদেশের নামী সংস্থা বসুসন্ধরা গ্রুপের সঙ্গে আলোচনা চলছিল ইস্টবেঙ্গলের (East Bengal)। যাতে আড়াই বছরের জন্য ইনভেস্টর হিসেবে পাওয়া যায় তাদের। তবে বসুন্ধরা নয়, শেষ অবধি ইমামি গ্রুপকে (Emami Group) ইনভেস্টর হিসেবে পেলে লাল-হলুদ। আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে গিয়েছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আনুষ্ঠাকিভাবেই ইনভেস্টর হিসেবে ইমামির নাম ঘোষণা করা হল। এর আগে নয়ের দশকে ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর ছিল ইমামি। দু’বছর আগে শ্রী সিমেন্টের হাত ধরেই আইএসএলে (ISL) পা রেখেছিল লাল-হলুদ। কিন্তু শুরু থেকেই দু’পক্ষের মধ্যে জটিলতা তৈরি হয়ে গিয়েছিল। ইনভেস্টরের তরফে চূড়ান্ত চুক্তির শর্তাবলী কোনও ভাবেই মানতে পারেননি কর্তারা। তাই চূড়ান্ত চুক্তিও সাক্ষরিত হয়নি। চুক্তি ছাড়া আর্থিক ভাবে আর ক্লাবের সঙ্গে জুড়ে থাকতে যে রাজি ছিল না শ্রী সিমেন্ট। তাই লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা।

শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে ইমামির গাঁটছড়া বাঁধার সময় সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘ফুটবলপ্রেমিকের সংখ্যা শুধু বাংলায় নয়, বাংলা, বাংলাদেশ থেকে শুরু করে সারা ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবীজুড়ে রয়েছে এই ফুটবল। আর প্রত্যেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিং ক্লাবগুলোর নাম জানে। এই নামগুলোর সঙ্গে পরিচিত। এ বার ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইমামি গ্রুপের মধ্যস্থতা তারা ঠিক করেছে। কলকাতা বেসড ইন্ড্রাস্ট্রি এবং কলকাতা ছেড়ে তারা যায়নি বলে আমার তাদের কাছে একটা অনুরোধ ছিল তাদের কাছে। ইস্টবেঙ্গল ক্লাবের একটা ব্র্যান্ডভ্যালু রয়েছে। বাকি সমস্ত এগ্রিমেন্ট তারা নিজেরা বসে করবেন। আজ দু’পক্ষই আমার এখানে চা খেতে এসেছিলেন। এবং দু’পক্ষই ঠিক করেছেন এ বার আইএসএল খেলবে ইস্টবেঙ্গল।’

ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ইমামিকে এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আমরা দিদিকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। গত দু’তিন বছর ধরে দিদি যেভাবে আমাদের পাশে ছিল, ক্লাবের পাশে যেভাবে দিদি ছিল শুধু স্পনসরে না, পরিকাঠামো থেকে শুরু করে সব স্তরের উন্নতিতে পাশে ছিলেন। দিদি ব্যাতিক্রম দেখিয়েছেন বাংলায়। উনি একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি খেলাধূলার জন্য সারাদিন ভাবেন। এবং ইমামি গ্রুপকেও আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলাম দিদিকে সামনে রেখে। আমরা আশা করব দু’পক্ষ একসঙ্গে ক্লাবের পারফরম্যান্স গড়ে তুলতে পারব। প্রত্যেক ফুটবলপ্রেমীকে আনন্দ দিতে পারব।’

ইমামি গ্রুপের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে ইমামির ডিরেক্টর আদিত্য আগরওয়াল বলেন, ‘সকলের ভালোবাসা সঙ্গে নিয়ে আমরা নতুন পথচলা শুরু করব। আমরা চেষ্টা করব ইস্টবেঙ্গলের সঙ্গে সকল আশা পূর্ণ করার।’