Mohun Bagan: পারদ চড়ছে ডার্বিতে, বৃষ্টিভেজা শহরে পা হাবাসের

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 07, 2023 | 4:37 PM

Kolkata Derby: ১২ অগস্ট চলতি ডুরান্ড কাপে (Durand Cup) কলকাতা ডার্বি। সেই ডার্বি ঘিরে উত্তেজনার পারদ তরতরিয়ে বাড়ছে।

Mohun Bagan: পারদ চড়ছে ডার্বিতে, বৃষ্টিভেজা শহরে পা হাবাসের
Mohun Bagan: পারদ চড়ছে ডার্বিতে, বৃষ্টিভেজা শহরে পা হাবাসের
Image Credit source: ISL Twitter

Follow Us

কলকাতা: ডুরান্ড কাপে (Durand Cup) চলতি সপ্তাহেই মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শনিবাসরীয় ডার্বির (Kolkata Derby) আগে বাগান শিবিরে যোগ দিলেন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। আজ, সোমবার সকালেই মাদ্রিদ থেকে কলকাতায় এসেছেন সবুজ-মেরুনের টেকনিক্যাল ডিরেক্টর হাসাব। কোচ হিসেবে তাঁর আইএসএল জয়ের অভিজ্ঞতা আছে। এ বার নতুন ভূমিকায় দেখা যাবে স্প্যানিশ হেডস্যারকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

শনিবার, ১২ অগস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি। বড় ম্যাচের জন্য ময়দানের দুই প্রধানের সমর্থকদের মধ্যে বাগযুদ্ধ, হইচই শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই শহরে চলে এলেন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এ বার তিনি বাগান শিবিরে থাকছেন নতুন ভূমিকায়। দীর্ঘদিন আইএসএলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে হাবাসের। যা কাজে লাগবে সবুজ-মেরুন শিবিরের। তিনি প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে বেশ ভালো চেনেন। ভারতীয় ফুটবল সম্পর্কে হাবাসের ধারণা রয়েছে। সঙ্গে সাফল্যও রয়েছে। তিনি ২০১৪-১৬ মরসুমে আতলেটিকো কলকাতার কোচ ছিলেন। এরপর ২০১৬-১৭ মরসুমে তিনি পুনে সিটিতে ছিলেন। এরপর এটিকের কোচিং করান ২০১৯-২০। এরপর ২০২০-২১ মরসুমে তিনি এটিকে মোহনবাগানের কোচিং করিয়েছিলেন। তাঁরপরই মোহনবাগানের কোচ হন হুয়ান ফেরান্দো।

ফেরান্দো-হাবাস জুটি এ বার ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছে নিঃসন্দেহে বেশ চ্যালেঞ্জিং হবে। যদিও কলকাতায় এসে লাল-হলুদের নতুন কোচ কুয়াদ্রাত জানিয়েছিলেন, ময়দানের বড় টিমের কোচিং করাতে গেলে সব সময় চ্যালেঞ্জ নিতে হয়। সামনেই এএফসি কাপ রয়েছে। ১৬ অগস্ট মোহনবাগানের ম্যাচ রয়েছে এএফসি কাপে। তাই হয়তো ডুরান্ডের ডার্বিতে মোহনবাগানের অনেক ফুটবলার খেলবেন না। আরও ভালো করে বললে সবুজ-মেরুনের সেরা টিম হয়তো ডুরান্ডে নামাবেন না হুয়ান ফেরান্দো। তবে এই ম্যাচ মরসুমের টিউন সেট করে দেবে। অন্যদিকে ইস্টবেঙ্গল ডুরান্ড ডার্বিতে জিততে পারলে এই মরসুমে এগিয়ে যাওয়ার একটা রসদ পেয়ে যাবে। এ বার দেখার হাবাসের সঙ্গে কেমন রণনীতি তৈরি করে ডার্বিতে দল নামান ফেরান্দো।

 

Next Article