ISL 2025: আইএসএল নিয়ে কী আলোচনা হয়েছে? প্রকাশ্যে আনল ফেডারেশন
Indian Football News: টুর্নামেন্ট নিয়ে পুরো বিষয়টি যাতে দ্রুত সমাধানে আসা যায়, সে কথাই বলা হয়েছিল। প্রয়োজনে ক্লাবগুলি আইনি পথেও যেতে পারে, এই আভাসও দিয়েছিল। সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের গত মিটিংয়ে কী কী বিষয়ে আলোচনা হয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ কী? সেই জট পুরোপুরি কাটেনি। তবে কিছু বিষয় প্রকাশ্যে আনল সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিছুদিন আগেই ইন্ডিয়ান সুপার লিগের এগারোটি ক্লাব মিলিত ভাবে একটি চিঠি দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। টুর্নামেন্ট নিয়ে পুরো বিষয়টি যাতে দ্রুত সমাধানে আসা যায়, সে কথাই বলা হয়েছিল। প্রয়োজনে ক্লাবগুলি আইনি পথেও যেতে পারে, এই আভাসও দিয়েছিল। সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের গত মিটিংয়ে কী কী বিষয়ে আলোচনা হয়েছে। আইএসএল নিয়েও আপডেট রয়েছে তাতে।
জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। সব কিছু অবশ্য পরিষ্কার করা হয়নি। তবে নানা বিষয়ে জানানো হয়েছে। এআইএফএফ-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৮ অগস্ট শুক্রবার আইএসএল ক্লাবের সম্মিলিত একটা চিঠি পাই আমরা। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে বিষয়েও অনুরোধ করা হয়েছিল। গত কাল অর্থাৎ ১৩ অগস্ট আইএসএল ক্লাবগুলির আইনি বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে একটি মিটিং হয়েছিল। পরবর্তী রূপরেখা কী হবে তা নিয়েও আলোচনা হয়েছে।’
ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ কী? সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএলের মধ্যে মাস্টার রাইট এগ্রিমেন্ট সমস্যার কারণে আইএসএল শুরু করা যাচ্ছে না। আইএসএল মূলত সেপ্টেম্বরে শুরু হয়, এপ্রিল অবধি চলে। কিন্তু এই এগ্রিমেন্ট শেষ হচ্ছে ডিসেম্বরে। যে কারণে টুর্নামেন্ট শুরু করা যাচ্ছে না।
এ দিন এআইএফএফ-র তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে, বা বলা ভালো গত ৭ অগস্ট ফেডারেশন, এফএসডিএল, আইএসএল ক্লাবগুলির মধ্যে যে আলোচ্য বিষয় ছিল, তা প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী, আইএসএল শুরু হওয়া নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর। তবে যখনও শুরু হোক, টিমগুলিকে অন্তত মাসদুয়েকের সময় দেওয়া হবে প্রস্তুতির জন্য়।
সুপার কাপ এগিয়ে আনা হবে। অর্থাৎ এখনও অবধি যা পরিস্থিতি, অক্টোবর নাগাদ সুপার কাপ হতে পারে। পূর্ণ সূচি দ্রুতই জানানো হবে। সুপ্রিম কোর্টেও বিষয়টি তোলা হবে এবং সমস্ত টিমকে সঙ্গে নিয়েই এগোবে, এমনটাই জানিয়েছে ফেডারেশন। আরও বেশ কয়েকটি বিষয়ে জানানো হয়েছে ফেডারেশনের এই আলোচ্য বিষয়ে। তবে আইএসএল জট যে পুরোপুরি কাটেনি, এটুকু পরিষ্কার।
🚨 Minutes of the meeting between the AIFF, FSDL and ISL clubs on August 7 in New Delhi 🔊#IndianFootball ⚽ pic.twitter.com/o8pnJnM2Ti
— Indian Football Team (@IndianFootball) August 14, 2025
