কলকাতা: আনোয়ার আলি ইস্যুতে অন্তর্বর্তী রায় দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটি। শুক্রবার আনোয়ার আর মোহনবাগানের কথা শোনা হয়। শনিবারই অন্তর্বর্তী রায় দিল। ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটি সাফ জানিয়ে দিয়েছে, আনোয়ারের চুক্তিভঙ্গ ন্যায্য কারণ ছাড়াই হয়েছে। ফলে যে পথে আনোয়ারের টার্মিনেশন হয়েছে তা অনৈতিক। এই ইস্যুতে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির মতও জানতে চেয়েছে কমিটি। অগস্টের ৮ তারিখের মধ্যে দুই ক্লাবকেই নিজেদের মতামত জানাতে হবে। এরপরই আনোয়ার ইস্যুতে পূর্ণাঙ্গ রায় দেবে ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটি।
আনোয়ারের চুক্তিভঙ্গ ন্যায্য পথে না হলেও, আনোয়ার যে আর মোহনবাগানের জার্সিতে খেলতে পারবেন না তাও একপ্রকার পরিষ্কার অন্তর্বর্তী রায়ে। এক্ষেত্রে ফুটবলারের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে প্লেয়ারস স্ট্যাটাস কমিটি। ফিফার নিয়মকে সম্মতি জানিয়ে ফেডারেশনের কাছে সেই আর্জিও রাখছে প্লেয়ারস স্ট্যাটাস কমিটি। আনোয়ারের টার্মিনেশন সঠিক পদ্ধতিতে হয়নি। আর এই কারণেই জরিমানা দিতে হতে পারে। ইস্টবেঙ্গল আর দিল্লির মতামত শোনার পরই পূর্ণাঙ্গ রায় দেবে প্লেয়ারস স্ট্যাটাস কমিটি।
ফেডারেশন সূত্রের খবর, আনোয়ার আলি ইস্যুতে এই মুহূর্তে কিছুটা অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। ফুটবলারের ইচ্ছে সবার আগে মান্যতা পাবে। এ ছাড়া ভবিষ্যত্ সংক্রান্ত আশঙ্কার জন্য মোহনবাগানের দীর্ঘ লোন চুক্তি ছেড়ে পূর্ণাঙ্গ চুক্তিতে খেলতে চেয়ে আগেই চিঠি পাঠিয়েছিলেন আনোয়ার। নির্দিষ্ট সময়ের মধ্যে মোহনবাগানের তরফ থেকে সদুত্তর না পেয়েই ইস্টবেঙ্গলে সই করেন ভারতীয় ফুটবলের তারকা ডিফেন্ডার। ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির কাছে আগেই পুরো বিষয়টি জানিয়ে রাখেন আনোয়ার। তারকা ডিফেন্ডার হাতছাড়া ধরে নিয়ে বিশাল অঙ্কের ক্ষতিপূরণও চেয়ে রেখেছে মোহনবাগান। এ ছাড়া দিল্লি আর ইস্টবেঙ্গলের শাস্তিও চেয়েছে সবুজ-মেরুন।
ফেডারেশন সূত্রের খবর, বড় শাস্তি পেতে পারে আনোয়ারের মাদার ক্লাব দিল্লি এফসি। ট্রান্সফার ব্যান হতে পারে দিল্লির। দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজের তরফ থেকে পূর্ণাঙ্গ আশ্বাস পেয়েই আনোয়ারকে সই করাতে ঝাঁপায় ইস্টবেঙ্গল। সেই বিষয়টাই ফেডারেশনের কাছে জানাবে লাল-হলুদ। দিল্লিকে সামনে রেখেই যাবতীয় ঘুঁটি সাজাবে ইস্টবেঙ্গল কর্তারা। বলা যেতে পারে, দিল্লির সঙ্গে সমঝোতা করেই এমন মতামত জানাবে লাল-হলুদ। কয়েকমাস নির্বাসনের খাড়া ঝুলতে পারে আনোয়ারের। এছাড়া ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানাতে পারে ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটি। পরিস্থিতি এখন সেদিকেই এগোচ্ছে। কারণ ‘অনিচ্ছুক’ ফুটবলারকে আর দলে ফেরাতে চাইছে না মোহনবাগানও।