নয়াদিল্লি: ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) সঙ্গে দেখা করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি প্রফুল প্যাটেল (Praful Patel)। সামনে বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করবে ভারত। তার আগেই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে এলেন এআইএফএফ (AIFF) প্রেসিডেন্ট। ভারতীয় ফুটবল দলের একটি জার্সিও অনুরাগ ঠাকুরের হাতে তুলে দেন প্রফুল প্যাটেল।
সামনের বছরেই মহিলাদের এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) হবে ভারতে। বছরের শুরুতেই হবে এই টুর্নামেন্ট। মুম্বই, নবি মুম্বই এবং পুণেতে হবে খেলাগুলো। ২০ জানুয়ারি থেকে শুরু মহিলাদের এএফসি এশিয়ান কাপ। তারপরেই রয়েছে মহিলাদের অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ (FIFA U17 Women’s World Cup)। ১১ অক্টোবর থেকে শুরু হবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এর আগে ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করে ভারত। সফল ভাবেই অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল ফেডারেশন। এ বারে সফলতার সঙ্গে মহিলাদের বিশ্বকাপও আয়োজন করতে চায় এআইএফএফ।
AIFF President @praful_patel meets honourable minister for Sports @ianuragthakur, updates him about upcoming International football events in India.
Read more ?https://t.co/TP6hCxJ0B2#IndianFootballForwardTogether #BackTheBlue ?#IndianFootball ⚽️ pic.twitter.com/8KpzfI52lw— Indian Football Team (@IndianFootball) September 16, 2021
ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলের সঙ্গে ছিলেন ক্রীড়া সচিব রবি মিত্তাল (Ravi Mittal), সাই (SAI) ডিরেক্টর সন্দীপ প্রধান। একই সঙ্গে ফেডারেশন সচিব কুশল দাস (Kushal Das) ও ডেপুটি জেনেরাল সেক্রেটারি অভিষেক যাদব (Abhishek Yadav)।