সুনীলদের দ্রুত দোহা পাঠাতে চায় ফেডারেশন

May 14, 2021 | 6:02 PM

করোনা (Corona) পরিস্থিতির কলকাতায় প্রি-কন্ডিশনিং ক্যাম্প করতে পারেননি ইগর স্টিম্যাচ (Igor Stimac)। জুনের শুরুতেই বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ভারতের।

সুনীলদের দ্রুত দোহা পাঠাতে চায় ফেডারেশন
সৌজন্যে-ইন্ডিয়ান ফুটবল টিম টুইটার

Follow Us

নয়াদিল্লি: কোভিডের (COVID-19) কারণে বিশ্বকাপ যোগ্যতা অর্জন (World Cup Qualifiers) পর্বের ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল ফেডারেশন। সেই আর্জি আগেই ফিরিয়ে দেয় এএফসি (AFC)। সূচি মেনেই পবে ম্যাচ। এমনটাই জানিয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য সুনীলদের আগেভাগে দোহায় পাঠাতে চাইছে এআইএফএফ (AIFF)।

করোনা পরিস্থিতির কলকাতায় প্রি-কন্ডিশনিং ক্যাম্প করতে পারেননি ইগর স্টিম্যাচ (Igor Stimac)। জুনের শুরুতেই বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ভারতের। একই সঙ্গে ২০২৩ এশিয়ান কাপেও যোগ্যতা অর্জন করার লড়াই সুনীলদের। জুনের ৩ তারিখ কাতারের বিরুদ্ধে খেলা ভারতের। আগে ভাগে কাতার পৌঁছে সেখানে প্রস্তুতি শিবির করতে চান স্টিম্যাচ। তবে হাতে সময় অনেক কম। স্বাস্থ্য মন্ত্রকের চিঠির দিকে তাকিয়ে ফেডারেশন। কবে নাগাদ দোহা যাওয়া সম্ভব, তা এখনও নিশ্চিত হয়নি। কাতার ফুটবল সংস্থার অনুমতি মিললে প্রথম ম্যাচের ২০ দিন আগে সেখানে সুনীলদের পাঠাতে চায় এআইএফএফ।

৩ তারিখ কাতারের পর ৭ তারিখ বাংলাদেশ আর ১৫ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন সুনীলরা। সিনিয়র ফুটবলারদের টিকাকরণের জন্য রাজ্য গুলিতে চিঠি পাঠিয়েছেন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল। তবে প্রাক বিশ্বকাপ খেলতে কবে নাগাদ ঠিক দোহা যাবেন সুনীলরা তা এখনও নিশ্চিত নয় ফেডারেশন।

আরও পড়ুন: কোভিড তহবিলে বিরুষ্কা তুললেন ১১কোটির বেশি

Next Article