Indian Football: ‘সেপ্টেম্বরেই ফেডারেশনে নতুন কমিটি’, বলছেন কুরেশি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 29, 2022 | 5:02 PM

কুরেশি এও বলেন, '২১ জুলাইয়ের মধ্যে সেই গঠনতন্ত্র অনুমোদিত হলেই ফেডারেশনের নির্বাচনের জন্য নির্দেশিকা জারি করতে পারব। নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে। নতুন গভর্নিং বডি নির্বাচিত হলেই প্রশাসনিক কমিটির কাজ শেষ হয়ে যাবে। আমাদের দ্রুত এই কাজ শেষ করতে হবে।'

Indian Football: সেপ্টেম্বরেই ফেডারেশনে নতুন কমিটি, বলছেন কুরেশি
ফুটবল হাউস দিল্লি। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: সেপ্টেম্বরেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে (AIFF) নতুন গভর্নিং বডিকে দেখা যাবে। আশ্বস্ত করলেন, প্রশাসনিক কমিটির (COA) অন্যতম সদস্য প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি। ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলসহ পুরো কমিটিকেই নির্বাসিত করেছে সুপ্রিম কোর্ট। গত ১৮মে দেশের শীর্ষ আদালতের সুপ্রিম রায়ে শোরগোল পড়ে যায় ভারতীয় ফুটবলে। ভারতীয় ফুটবল ফেডারেশনের কমিটিকে সাসপেন্ড করে শীর্ষ আদালত (Supreme Court)। সাময়িক ভাবে দায়িত্ব সামলানোর জন্য তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। ২০২০ সালে মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও ফেডারেশনের সভাপতি পদে বহাল তবিয়তে ছিলেন প্রফুল প্যাটেল। ৩টে টার্ম শেষ হয়ে যাওয়ার পরও ফেডারেশনে কোনও নির্বাচন হয়নি। এআইএফএফের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলারই রায় দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

 

তিন সদস্যের প্রশাসনিক কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এআর দাভে, প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি আর প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়। কুরেশি বলছেন, ‘৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়ে যাবে। সেপ্টেম্বরের শেষেই নতুন গভর্নিং বডি তৈরি হবে। দেশের শীর্ষ আদালত আমাদের একটা গঠনতন্ত্র তৈরি করতে বলেছে। আশা করছি, জুলাইয়ের ১৫ তারিখের মধ্যেই দেশের শীর্ষ আদালতকে ফেডারেশনের নতুন গঠনতন্ত্র পেশ করতে পারব।’

 

কুরেশি এও বলেন, ‘২১ জুলাইয়ের মধ্যে সেই গঠনতন্ত্র অনুমোদিত হলেই ফেডারেশনের নির্বাচনের জন্য নির্দেশিকা জারি করতে পারব। নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে। নতুন গভর্নিং বডি নির্বাচিত হলেই প্রশাসনিক কমিটির কাজ শেষ হয়ে যাবে। আমাদের দ্রুত এই কাজ শেষ করতে হবে।’

 

ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা বুঝতে সামনের মাসেই এ দেশে আসছে ফিফা আর এএফসির প্রতিনিধি দল। সামনের মাসেই দেশের মাটিতে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচ রয়েছে। অক্টোবরে রয়েছে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। ১১ জুন ফিফা আর এএফসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রশাসনিক কমিটির সদস্যরা। কুরেশি বলেন, ‘৮ তারিখ নয়া দিল্লিতে ফুটবল হাউসে আমরা নিজেদের মধ্যে প্রথম বৈঠক করব। এরপর ১১ তারিখ ফিফা আর এএফসির সঙ্গে বৈঠকে বসবে প্রশাসনিক কমিটি। কোথায় কোথায় গলদ রয়েছে তা ফিফা আর এএফসির প্রতিনিধিদের আমরা বোঝাব।’ এ সবের জন্য ফুটবলারদের অনুশীলন কিংবা খেলাধূলায় কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে প্রশাসনিক কমিটি।

 

 

আরও পড়ুন: UEFA Champions League 2021-22: ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে পুলিশ-দর্শক খণ্ডযুদ্ধ

Next Article