FIFA World Cup 2022: হুহু করে বাড়ছে মধ্য প্রাচ্যে যাওয়ার উড়ান খরচ, কিন্তু কেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 07, 2022 | 11:48 PM

Qatar World Cup: টিকিট এবং হোটেল খরচে সুবিধা পেতে অনেকে দোহার টিকিট না কিনে সৌদি আরব বা দুবাইয়ে গিয়ে থাকারও সিদ্ধান্ত নিচ্ছেন।

FIFA World Cup 2022: হুহু করে বাড়ছে মধ্য প্রাচ্যে যাওয়ার উড়ান খরচ, কিন্তু কেন?

Follow Us

চেন্নাই: কাতারে ফুটবল বিশ্বকাপ (Qatar 2022) শুরু হতে আর দুসপ্তাহও বাকি নেই। মধ্য় প্রাচ্যে এই প্রথমবার বসছে বিশ্বকাপের আসর। বিশ্বকাপে (FIFA World Cup 2022) ভারত না থাকলেও প্রতি বিশ্বকাপের মতোই ভারতীয়রা থাকছেন। ফুটবল বিশ্বকাপ নিয়ে ভারতীয়দের আগ্রহ কিছু কম নয়। ভারতীয় ফুটবল অনুরাগীদের একটি বড় অংশ দোহায় উড়ে যাবেন ফুটবলে বিশ্বযুদ্ধের সাক্ষী থাকতে। বিশ্বকাপের উদ্বোধনেও ভিড় জমাবেন অনেক ভারতীয়। মধ্য প্রাচ্যে উড়ে যাওয়ার জন্য ইতিমধ্য়েই বেড়েছে টিকিটের চাহিদা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের দাম। বিশ্বকাপ শুরুর দিন কয়েক আগে থেকে টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে। টিকিট এবং হোটেল খরচে সুবিধা পেতে অনেকে দোহার টিকিট না কিনে সৌদি আরব বা দুবাইয়ে গিয়ে থাকারও সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ, দোহায় থাকার হোটেল খরচ তুলনামূলকভাবে অনেকটাই বেশি। সে তুলনায় সৌদি বা দুবাইয়ে থেকে কাতারে খেলা দেখতে যাওয়া সুবিধাজনক বলে মনে করছেন অনেকে।

নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকেই চেন্নাই থেকে দোহা যাওয়ার উড়ানের যাওয়া ও আসা মিলিয়ে টিকিটের দাম ৪৬ হাজার থেকে ৮৫ হাজার টাকার মধ্য়ে ঘুরছে। সেখানে দুবাইয়ে আসা-যাওয়ার টিকিটের দাম ২৫ হাজার থেকে ৩০ হাজারের মধ্য়েই রয়েছে। আবু ধাবি যাওয়ার টিকিটের দাম ২৩ থেকে ৪১ হাজারের মধ্যে থাকছে। ২৩ থেকে ২৭ হাজারে শারজা চলে যাওয়া যাচ্ছে।

বিভিন্ন ট্রাভেল এজেন্সির তরফে জানা গিয়েছে, বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়ার জন্য যাঁরা টিকিট কাটছেন, তাঁরা আসা এবং যাওয়া দুই টিকিটই এক সঙ্গে কাটছেন। অনেকে আবার সৌদি বা দুবাই গিয়ে সেই সব এলাকা ঘোরার পাশাপাশি কাতারে ম্যাচ দেখার পরিকল্পনা করছেন বলেও জানা গিয়েছে। চেন্নাই মেট্রো ট্রাভেলসের বশির আহমেদ বলেছেন, “চেন্নাই থেকে দোহা গিয়ে থাকার পরিবর্তে দুবাইয়ে থেকে কাতারে খেলা দেখতে যাওয়া সুবিধাজনক। তুলনায় কম খরচ হবে এতে।”