Bangla NewsSportsFootball Antoine griezmann welcomes third child alba griezmann on same day as siblings
গ্রিজম্যানের ৩ সন্তানের জন্মদিনের হ্যাটট্রিক
৮ এপ্রিল বার্সেলোনার (Barcelona) ফরোয়ার্ড আতোয়াঁ গ্রিজম্যানের (Antoine Griezmann) কাছে একটা বিশেষ দিন। আর বিশেষ হবে নাই বা কেন! একই দিনে তিন সন্তানের জন্মদিন বলে কথা। ২০১৭ সালে গ্রিজম্যান এরিকা চোপেরিনাকে বিয়ে করেন। ২০২১ সালের ৮ এপ্রিল তাঁদের তৃতীয় সন্তানের জন্ম। সোশ্যাল মিডিয়াতে গ্রিজম্যান নিজেই সেই সুখবর জানিয়েছেন। তিন সন্তানের জন্মদিন একইদিনে এই ঘটনা বেশ বিরল। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কাছাকাছি রয়েছেন গ্রিজম্যান দম্পতি। আমেরিকার ক্যারোলিন ও কামিন্স দম্পতির পাঁচ সন্তানের জন্ম হয়েছিল একই তারিখে, ২০ ফেব্রুয়ারি। ১৯৫২ থেকে ১৯৬৬ সালের মধ্যে সবার জন্ম হয়েছিল।