মেসিদের হারিয়ে এল ক্লাসিকো জয় রিয়ালের
লা লিগার (La Liga) ক্লাসিক। মেসিদের (Messi) ২-১ হারাল বেঞ্জেমার (Karim Benzema) রিয়াল মাদ্রিদ (Real Madrid)। সম্মানের ম্যাচ জিতে লিগ তালিকার এক নম্বরে জিনেদিন জিদানের ছেলেরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে শেষ ৭ টি ম্যাচে গোল করতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার মেসি। বার্সেলোনাকে (Barcelona) হারিয়ে উচ্ছসিত রিয়াল কোচ বলেছেন, "আমি খুশি। আমরা শুরুটা খুব ভালো করেছিলাম। ম্যাচটা কঠিন ছিল, তবে জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।"