আর্জেন্তিনা- ১ (লতারো মার্টিনেজ ৭’)
কলম্বিয়া- ১ (ডায়াজ ৬১’)
টাইব্রেকার-
আর্জেন্তিনা ৩ : কলম্বিয়া ২
রিওডে জেনেইরাঃ মঙ্গলবার ব্রাজিল(BRAZIL) ফাইনালে ওঠার পর, ফুটবলভক্তদের অলিখিত একটা আব্দার যেন শুরু হয়েই গিয়েছিল। ফাইনাল হোক ব্রাজিল বনাম আর্জেন্তিনা(ARGENTINA)। ভাল ফুটবল বা সেয়ানে সেয়ানে লড়াই যে ফুটবলপ্রেমীরা দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে এটাই তো স্বপ্নের ফাইনাল। আর সেজন্য বুধবার আশায় বুক বেঁধেছিল তাঁরা। অবশেষে স্বস্তি। টাইব্রেকারে কলম্বিয়াকে(COLOMBIA) হারিয়ে কোপা আমেরিকার (copa america)ফাইনালে মেসিরা(LIONEL MESSI)। অপেক্ষা এবার স্বপ্নের ফাইনালের।
কলম্বিয়া বরাবরই লাতিন ফুটবলে অন্যতম শক্তি। তবে এই কলম্বিয়া অনেকটাই ভাঙাচোরা।তবে লড়াই যেহেতু সেমিফাইনাল, তাই ভাঙাচোরা দল নিয়েই যে একটা লড়াই করবে, তা আঁচ করেছিল ফুটবলদুনিয়া। তবে ম্যাচের মাত্র ৭ মিনিটে মেসির পাস থেকে লতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে কলম্বিয়া। প্রথমার্ধেই বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরিও করে তাঁরা। কিন্তু আর্জেন্তিনার জালে বল জড়াতে পারেননি।
প্রথমার্ধের ফল ১-০ থাকার পর দ্বিতীয়ার্ধে অন্য কলম্বিয়া। একমাত্র মেসি ছাড়া কলম্বিয়ার জমাট মাঝমাঠে পাসিং ফুটবলের কাছে সবাই নিষ্প্রভ। ক্রমশ মেসিকে বোতলবন্দি করে ম্যাচের রাশি নিজেদের দিকে নিতে থাকে ভালদেরামার দেশ। ম্যাচের ৬১ মিনিটে সমতায় ফেরে কলম্বিয়া। গোলদাতা ডায়াজ।চাপ বাড়তে থাকে নীল-সাদা জার্সির উপর। কাউন্টার অ্যাটাকে ডি মারিয়া যা গোলের সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে হেলায় বাইরে মেরে সুযোগ হাতছাড়া করলেন। একা মেসি ছাড়া দ্বিতীয়ার্ধে নীল-সাদা জার্সিতে কাউকে খুঁজে পাওয়া যায়নি। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
Estas fueron las acciones más destacadas del encuentro entre @Argentina y @FCFSeleccionCol por la Semifinal de la CONMEBOL #CopaAmérica
?? Argentina ? Colombia ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/PQAVmSHFSt
— Copa América (@CopaAmerica) July 7, 2021
চলতি কোপায় নিয়ম হয়েছে, ম্যাচের ফয়সালা ৯০ মিনিটে না হলে, তা সোজা যাবে টাইব্রেকারে। ইজুরি টাইমের কোনও খেলা হবেনা নকআউটে। সেখানেই শেষ হয়ে যায় কলম্বিয়ার যাবতীয় স্বপ্ন। ৫টি শটের মধ্যে ৩টিতেই গোল করতে ব্যর্থ কলম্বিয়া।পেনাল্টি শ্যুটআউটে এদিন গোল করেন মেসি।৩-২ গোলে টাইব্রেকারে জিতে ফাইনালে আর্জেন্তিনা।
¡Para el infarto! Tremenda definición por penales entre @Argentina y @FCFSeleccionCol, con Emiliano Martínez ?? como gran figura
?? Argentina ? Colombia ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/g8kAqAbwSH
— Copa América (@CopaAmerica) July 7, 2021
অপেক্ষা এবার রবিবাার মেগা ফাইনালের জন্য। কোপা আমেরিকায় স্বপ্নের ফাইনাল। মেসিরা কি পারবেন চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলের ঘরের মাঠ থেকে ট্রফি ছিনিয়ে নিয়ে যেতে? রিও ডি জেনেইরোতেই ট্রফি রেখে দেবেন নেইমাররা? অপেক্ষা শুরু ফুটবলদুনিয়ার।