EURO 2020 : গাড়ি করে এল বল, চমক ইউরোতে!

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jul 07, 2021 | 10:11 AM

গাড়িতে করে ফুটবল স্যানিটাইজ হয়ে মাঠে আসে। আর সেটা নেন একমাত্র রেফারিই। ফলে সংক্রমণের সম্ভাবণা কম। দুই , এবারের ইউরোর অন্যতম স্পনসর একটি আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা। এটা তাঁদের একটি ব্যবসায়িক চমক।

EURO 2020 : গাড়ি করে এল বল, চমক ইউরোতে!
অভিনব এই গাড়িতেই সেমিফাইনালে এল ম্যাচ বল

Follow Us

লন্ডনঃ মাঠের একেবার মাঝখানে রেফারি। দুই দলের ফুটবলাররা অপেক্ষা করছে ম্যাচ শুরুর। কিন্তু ফুটবল(FOOTBALL) কই? হঠাৎ করে হাঁটুর থেকেও ছোট উচ্চতার গাড়ি (BALL CAR)মাথায় ইউরো(EURO 2021) সেমিফাইনালের বল নিয়ে ঢুকে পড়ল মাঠে। গোটা ওয়েম্বলি(WEMBLEY) স্টেডিয়াম তখন হাঁ করে দেখছে গাড়ির কেরামতি। ইমমোবিলে(IMMOBILE), বুসখেটসদের টপকে গাড়ি পোঁছালো রেফারির একেবারে পায়ের কাছে। রেফারি বল নিতেই, গাড়ি দিল ইউটার্ন। ছাড়ল মাঠ। সেমিফাইনালের শুরুর বাঁশি বাজার আগে এটাই ছিল চলতি ইউরোর প্রথম সেমিফাইনালের সবচেয়ে বড় চমক।

হঠাৎ গাড়ি করে বল আনা কেন? কারন, ম্যাচ শুরুর আগে যখন রেফারি ও লাইন্সম্যানরা মাঠে ঢোকেন, ঠিক তখন মাঠে প্রবেশের আগে একটি স্ট্যান্ড থাকে। সেই স্ট্যান্ডের ওপরেই থাকে ফুটবল। সেই ফুটবল হাতে নিয়েই মাঠে ঢোকেন রেফারি। এটাই দেখে অভ্যস্ত ফুটবল দুনিয়া। তবে এবার ইউরোতে এই অভিনব পদ্ধতিতে গাড়ি করে ফুটবল আনার কারন হিসেবে উঠে আসছে দুটি তথ্য।এক, করোনার জন্য স্ট্যান্ডে বল রাখা হচ্ছেনা। কারন স্ট্যান্ডে অনেকেই হাত দেন। ছড়াতে পারে সংক্রমণ। গাড়িতে করে ফুটবল স্যানিটাইজ হয়ে মাঠে আসে। আর সেটা নেন একমাত্র রেফারিই। ফলে সংক্রমণের সম্ভাবণা কম। দুই , এবারের ইউরোর অন্যতম স্পনসর একটি আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা। এটা তাঁদের একটি ব্যবসায়িক চমক।

তবে সেমিফাইনালেই এই দৃশ্য প্রথমবার নয়। অনেকেই হয়ত ভুলে গিয়েছেন এই রিমোটচালিত গাড়িটি প্রথম বল নিয়ে মাঠা আসে ইউরোর উদ্বোধনী ম্যাচে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি ও তুরস্ক। আবার সেই ইতালি ম্যাচেই ফের ইউরোতে ‘কামব্যাক’ করল রিমোট চালিত বলবাহী গাড়ি।

Next Article