কলকাতা : শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের অপূর্ব মেলবন্ধন। উৎসবে, রাজনীতিতে, ক্রিকেট-ফুটবলে প্রাণবন্ত এক শহর। তাই বিশ্ববাসীর কাছে ‘সিটি অব জয়’ নামে পরিচিত কলকাতা। এই প্রাণের শহরে তিন রাত, দুটো দিন কাটিয়ে গিয়েছেন আর্জেন্টিনার ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। আসার আগেই শুনেছিলেন কলকাতাকে বলা হয় ‘সিটি অব জয়’। কেন? এ শহর ছাড়ার আগেই তার উত্তর পেয়ে গিয়েছেন এমি। দিন দুয়েকের কলকাতা সফরে তাঁকে নিয়ে উন্মাদনা দেখেছেন। বিদায়বেলায় জানিয়ে গেলেন, তিলোত্তমাবাসীর ভালোবাসায় কতটা আপ্লুত তিনি। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন। TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
দুই দিনের সফরে কলকাতার বিভিন্ন জায়গায় গিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। যেখানেই পা রেখেছেন ভালোবাসা উজাড় করে দিয়েছে এ শহর। তাঁকে একটু ছুঁয়ে দেখতে পারলেই যেন জীবন ধন্য। এই দু’দিনের কলকাতা সফর এমির স্মৃতিকোঠায় থেকে যাবে। বৃহস্পতিবার তাঁর ফেরার পালা। যাওয়ার আগে ইনস্টাগ্রামে কলকাতা সফরের একঝাঁক ছবি, ভিডিয়ো পোস্ট করেন আর্জেন্টাইন গোলরক্ষক। ক্যাপশনে লিখেছেন, “বুঝতে পারলাম যে কেন কলকাতাকে ‘প্রাণের শহর’ বলা হয়। আমাকে যাঁরা কলকাতায় নিয়ে আসার উদ্যোগ দেখিয়েছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ। আমার দেখা সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। এই কয়েকটি দিনে কলকাতাবাসীর কাছে যে ভালোবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। আমার অভিজ্ঞতায় সবচেয়ে সুন্দর সফরগুলির মধ্যে একটি।”
তবে এ দেখাই শেষ দেখা নয়। দেশে ফিরে গিয়ে মেসি, ডি মারিয়াদের কলকাতার গল্প শোনাবেন এমি। আর্জেন্টিনাকে নিয়ে এ শহরের মানুষের আবেগের গল্প শোনাবেন। টিভি৯ বাংলা-কে দেওয়া সাক্ষাৎকারে এমি বলেছেন, “আমি ভারত এবং কলকাতাকে খুব ভালোবেসে ফেলেছি। আশা করছি, মেসি ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে নিয়ে এখানে ফের আসব এবং ম্যাচও খেলব।” ভবিষ্যতে মেসিকে নিয়ে ফের কলকাতায় আসার প্রতিশ্রুতি দিয়েছেন। ইনস্টাগ্রামের দীর্ঘ পোস্টের শেষে তাই লিখলেন, ‘শীঘ্রই দেখা হবে।’