Copa America 2021: কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেলেন মেসিরা

Jun 22, 2021 | 2:56 PM

জেভিয়ার মাসচেরানোর রেকর্ড স্পর্শ করলেন মেসি। জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার নজির ছুঁলেন এলএম টেন।

Copa America 2021: কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেলেন মেসিরা
Copa America 2021: কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেলেন মেসিরা

Follow Us

আর্জেন্টিনা (১) প্যারাগুয়ে (০)

(আলেজান্দ্রো গোমেজ ১০’)

ম্যাচের প্রথমার্ধ জুড়ে মেসিদের দাপট। দ্বিতীয়ার্ধে অনেকটাই নিষ্প্রভ আর্জেন্টিনা (Argentina)। তবে শেষ পর্যন্ত ঝুলিতে ৩ পয়েন্ট সংগ্রহ করে কোপা আমেরিকার (Copa America) শেষ আটে পৌঁছে গেলেন মেসিরা।

প্রথমার্ধে যতটা প্রেসিং ফুটবল খেললেন মেসি-ডি মারিয়ারা, দ্বিতীয়ার্ধে তেমনটা দেখা গেল না। সের্জিও আগুয়েরোকে শুরুতে রেখে এ দিন দল সাজিয়েছিলেন লিওনেল স্কালোনি। ২০১৯ নভেম্বরের পর জাতীয় দলের জার্সিতে খেললেন আগুয়েরো। খেলার দশ মিনিটেই প্যারাগুয়ের লকগেট খোলে আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়া-পাপু গোমেজ ত্রিফলার অসাধারণ পাসিং ফুটবলে আসে গোল।

প্রথমার্ধে বেশ কয়েকবার প্যারাগুয়ের বক্সে হানা দেন মেসি-পাপু গোমেজরা। ইনজুরি টাইমে আর্জেন্টিনার একটি গোল বাতিল হয়। ভারের সাহায্য নিয়ে অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। ভিডিয়োতে দেখা যায় অফসাইডে দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধে মেসি-ডি মারিয়াদের আটকাতে মাঝমাঠে অজস্র ফাউল করলেন প্যারাগুয়ের ফুটবলাররা। পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হেঁটে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকেও খেলিয়ে পরখ করে নিলেন স্কালোনি। এ দিনের জয়ের সুবাদে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকলেন মেসি-ডি মারিয়ারা।

জেভিয়ার মাসচেরানোর রেকর্ড স্পর্শ করলেন মেসি। জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার নজির ছুঁলেন এলএম টেন। মাঝে লম্বা বিরতি। এক সপ্তাহ পর সামনের মঙ্গলবার বলিভিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ আর্জেন্টিনার।

আরও পড়ুন: Copa America 2021: রাত পোহালে মেসিদের সামনে প্যারাগুয়ে, শুরুতে খেলতে পারেন আগুয়েরো

Next Article