Copa America 2021: রাত পোহালে মেসিদের সামনে প্যারাগুয়ে, শুরুতে খেলতে পারেন আগুয়েরো
গত ম্যাচে রক্ষণে আর্জেন্টিনাকে নির্ভরতা দিয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো। এটাই স্বস্তি দিচ্ছে লিওনেল স্কালোনিকে। গত ম্যাচে সুয়ারেজ-কাভানিরা এক বারও আর্জেন্টিনার গোল লক্ষ্য করে শট নিতে পারেনি।
একটা জয় বদলে দিয়েছে দলের মানসিকতা। চিলি ম্যাচ ড্রয়ের পর দলের পারফম্যান্সকে কাঠগড়ায় তুলেছিলেন অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে জয়ের পর সেই মেসিই দল নিয়ে উচ্ছ্বসিত। সুয়ারেজদের হারানোর পর বলেছিলেন, ওই জয়েই তাদের ড্রেসিংরুমে শান্তি ফিরেছে। কোপায় ছন্দ খুঁজে পাওয়া আর্জেন্টিনা নিজেদের ধারা বজায় রাখতে সচেষ্ট।
গ্রুপ পর্বে ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। মঙ্গল ভোরে প্যারাগুয়েকে (Paraguay) হারালেই শেষ আটের টিকিট নিশ্চিত হয়ে যাবে।
আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ১০৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৫৪ বার। প্যারাগুয়ে জিতেছে ৩৪ বার। ম্যাচ অমীমাংসিত ১৬ বার। ২০২০ প্রাক বিশ্বকাপে শেষ সাক্ষাতে ম্যাচের ফল ১-১। প্যারাগুয়ের বিরুদ্ধে রেকর্ড ভালো হলেও শেষ চার ম্যাচে তাদের বিরুদ্ধে জয় পায়নি আর্জেন্টিনা। ২০১৫ কোপা আমেরিকার সেমিফাইনালে শেষ বার প্যারাগুয়েকে হারিয়েছিলেন মেসিরা।
শেষ পনেরোটি ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। তবে তার মধ্যে জয় এসেছে আটটিতে। বাকি সাত ম্যাচ ড্র।
গত ম্যাচে রক্ষণে আর্জেন্টিনাকে নির্ভরতা দিয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো। এটাই স্বস্তি দিচ্ছে লিওনেল স্কালোনিকে। গত ম্যাচে সুয়ারেজ-কাভানিরা এক বারও আর্জেন্টিনার গোল লক্ষ্য করে শট নিতে পারেনি। আপফ্রন্টে এখনও নজর কাড়তে ব্যর্থ মার্টিনেজ। যদিও তরুণ স্ট্রাইকারের উপর আস্থা রাখছেন কোচ স্কালোনি। আগুয়েরোকে শুরু থেকে খেলানোর ভাবনাও আছে আর্জেন্টাইন কোচের। প্রথম দু ম্যাচেই ম্যাচের সেরা হয়েছেন লিওনেল মেসি। প্যারাগুয়ে বাধা পেরোতেও সেই মেসিতেই আস্থা আর্জেন্টিনার। ছন্দ খুঁজে পাওয়া আর্জেন্টিনা পুরনো ব্যর্থতা ভুলে সামনের দিকে এগিয়ে যেতেই তৎপর।
আরও পড়ুন: Copa America 2021: টিম হোটেলে অপরিচিত মহিলাদের সঙ্গে পার্টি, শাস্তির মুখে ভিদাল-ভার্গাসরা