Euro 2020: রেকর্ড নয়, ট্রফি চাই মানচিনির

আগামী রবিবার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মাঠে নামবে ইতালি। তাদের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। তবে প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের ছন্দ ধরে রাখার দিকেই বেশি নজর দিচ্ছেন আজুরিদের কোচ।

Euro 2020: রেকর্ড নয়, ট্রফি চাই মানচিনির
Euro 2020: রেকর্ড নয়, ট্রফি চাই মানচিনির
Follow Us:
| Updated on: Jun 21, 2021 | 5:11 PM

টানা ৩০টি অন্তর্জাতিক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড যে কোনও দলকে একটা বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে। কিন্তু এই লম্বা দৌড়ে কোনও ট্রফি হাতে আসেনি। তাই ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে তেমন মাথা ব্যথা নেই ইতালির (Italy) কোচ রবার্তো মানচিনিরি (Roberto Mancini)। বরং তাঁর ফোকাসটা ট্রফিতেই। ইউরো কাপে (Euro Cup) এখন যে জায়গায় আছে আজুরিরা, তাতে ট্রফি জয়ের সব থেকে বড় দাবিদার তারাই। আরও ৪টি ম্যাচ হারের মুখ না দেখলে ট্রফির খরাও কাটবে। ইতালির কোচ সেদিকেই বেশি ফোকাস করছেন।

সেপ্টেম্বর ২০১৮ থেকে জুন ২০২১ এই সময়ের মধ্যে ৩০টি ম্যাচ খেলেছে ইতালির জাতীয় দলর। তাদের জয় ২৫টি ম্যাচে। ড্র মাত্র ৫টি। মানচিনির দল ৮২ বছর আগের রেকর্ড স্পর্শ করেছে। ১৯৩৫ থেকে ১৯৩৯ সালের মধ্যেও এই একই রেকর্ড গড়েছিল ভিত্তোরিও পোজোর ইতালি। এই সময়ে বিশ্বকাপ, অলিম্পিকের সোনার পদকের মত সাফল্য এসেছিল ইতালির দখলে। রবার্তো মানচিনি বলছেন, তাঁদের হাতে ট্রফি নেই, তাই ভিত্তোরির দলের থেকে অনেক পিছিয়ে তারা।

আগামী রবিবার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মাঠে নামবে ইতালি। তাদের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। তবে প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের ছন্দ ধরে রাখার দিকেই বেশি নজর দিচ্ছেন আজুরিদের কোচ। লম্বা সফর, আর চারটি ম্যাচ জিততে পারলেই ইউরোপ সেরার খেতাব উঠতে পারে তাঁর দলের হাতে। তাই মানচিনির চোখ এখন শুধুই খেতাবের দিকেই। ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভুলে সামনেরি চারটি ম্যাচে নিজেদের উজাড় করে দিতে চাইছেন কিয়েল্লিনিরা।

আরও পড়ুন: EURO 2020 : জয়ের ধারা অব্যাহত ইতালির, পরের রাউন্ডে বেলের ওয়েলসও