Emiliano Martinez: জুন মাসে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 17, 2023 | 5:00 PM

Argentina: কাতার বিশ্বকাপের মেগা ফাইনালে লুসেইলে ফ্রান্সের বিরুদ্ধে জিতেছিলেন লিওনেল মেসিরা। লা আলবিসেলেস্তেদের জয়ের অন্যতম কারিগর ছিলেন মেসির দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martinez)।

Emiliano Martinez: জুন মাসে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার?
Emiliano Martinez: জুন মাসে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটিয়ে কাতারে ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা (Argentina)। কাতার বিশ্বকাপের মেগা ফাইনালে লুসেইলে ফ্রান্সের বিরুদ্ধে জিতেছিলেন লিওনেল মেসিরা। লা আলবিসেলেস্তেদের জয়ের অন্যতম কারিগর ছিলেন মেসির দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martinez)। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুনে কলকাতায় (Kolkata) আসতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত বর্তমানে বার্সেলোনায় গিয়েছেন। সেখানেই তিনি কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে দুটি শট আটকে দেওয়া আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের টিমের সঙ্গে দেখা করেন। এমির বিভিন্ন বিষয় দেখাশোনা করেন যিনি, তাঁর সঙ্গে দেখা করেছেন শতদ্রু দত্ত। তিনি জানান, এমিকে কলকাতায় আনার কথাবার্তা হয়েছে। অফ সিজনে, জুন মাসে সব কিছু ঠিকঠাক থাকলে এমিকে দেখা যাবে কলকাতায়।

শতদ্রু দত্তের সঙ্গে এমিলিয়ানো মার্তিনেজের টিমের গুরুত্বপূর্ণ সদস্য (ছবি-শতদ্রু দত্ত ফেসবুক)

কাতার বিশ্বকাপের পর থেকে এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে কম মাতামাতি হয়নি। ফাইনালে তো বটেই, কাতার বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে মার্তিনেজ টাইব্রেকারে দুরন্ত শেভ করেন এমি। মেসির দলের এই গোলকিপার কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছিলেন। সেই পুরস্কার হাতে পাওয়ার পর মঞ্চেই অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছিলেন এমি। শুধু তাই নয়, বিশ্বকাপের পর থেকে এমি অদ্ভূত কাণ্ডকারখানা করে একের পর এক বিতর্কে জড়িয়েছিলেন। কখনও ড্রেসিংরুমে ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের জন্য ১ মিনিট নীরবতা পালন করতে বলেন এমি। কখনও আবার হুডখোলা বাসে করে আর্জেন্টিনায় ঘোরার সময় এমবাপের মুখের আদলের পুতুল হাতে ধরে থাকতে দেখা গিয়েছিল আর্জেন্টিনার গোলকিপার এমিকে। সবকিছুর মধ্যেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে তাঁর যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তা অস্বীকার করার কোনও জায়গা নেই। এ বার সেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপারকে স্বাগত জানানোর অপেক্ষায় কলকাতা।