ISL 2022-23: ডার্বিতে সমর্থকদের মাঠে আসার আহ্বান ইস্টবেঙ্গল কোচের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 17, 2023 | 8:23 PM

Stephen Constantine: এ মরসুমে দুটো ডার্বিতেই হেরেছে ইস্টবেঙ্গল। বড় ম্যাচের জন্য তাই এখন থেকেই কি ভাবনা শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ? কনস্ট্যান্টাইনের উত্তর, 'আপাতত রবিবারের ম্যাচ নিয়েই ভাবছি। অন্য কিছু ভাবনা আমার নেই। কারণ, আমরা ডার্বি জিতলেও ১০ পয়েন্ট পাব না‌। ৩ পয়েন্টই পাব।'

ISL 2022-23: ডার্বিতে সমর্থকদের মাঠে আসার আহ্বান ইস্টবেঙ্গল কোচের
Image Credit source: ISL, FILE

Follow Us

কলকাতা: আইএসএলের প্লে অফ থেকে আগেই দূরে সরে গিয়েছে ইস্টবেঙ্গল। বাকি দুটো ম্যাচ এখন নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে লাল হলুদের কাছে। লিগ টেবলের ৯ নম্বরে আছে ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের সামনে মুম্বই সিটি এফসি। প্রায় এক সপ্তাহ আগেই আইএসএলের লিগ শিল্ড জিতে ফেলেছে মুম্বই। টেবল টপারদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের সামনে লাল-হলুদ। বড় ম্যাচের আগে মুম্বই ম্যাচ জিতে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। যদিও ইস্টবেঙ্গলের যা পারফরম্যান্স তাতে মুম্বই বাধা অতিক্রম করার স্বপ্ন দেখতে নারাজ সমর্থকরা। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে হেরেছে মুম্বই। এটাকে কাজে লাগাতে চাইছে লাল-হলুদ শিবির। বিস্তারিত TV9Bangla-য়।

এ মরসুমে দুটো ডার্বিতেই হেরেছে ইস্টবেঙ্গল। বড় ম্যাচের জন্য তাই এখন থেকেই কি ভাবনা শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ? কনস্ট্যান্টাইনের উত্তর, ‘আপাতত রবিবারের ম্যাচ নিয়েই ভাবছি। অন্য কিছু ভাবনা আমার নেই। কারণ, আমরা ডার্বি জিতলেও ১০ পয়েন্ট পাব না‌। ৩ পয়েন্টই পাব।’ এরই সঙ্গে লাল-হলুদ কোচ বলেন, ‘শেষ দুটো ম্যাচ জিতলেও যে আমি শান্তি পাব তা নয়। আমি ও ভাবে কখনও ভাবি না। আসলে আমরা যখনই কোনও ম্যাচ জিতি, সেটাই আমাকে তৃপ্তি দেয়। যদিও আমরা খুব কম ম্যাচ জিতেছি। ফুটবলার ঠিক মতো মরসুমের আগে পাইনি। সেটাই ব্যর্থতার কারণ।’

গোঁড়ালিতে চোটের কারণে মুম্বই ম্যাচে খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজ। এ ছাড়া আরও ২-৩ জন ফুটবলারের সর্দি, জ্বর থাকলেও তাঁরা এখন ফিট। মুম্বই ম্যাচের আগে কোচ কনস্ট্যান্টাইন বলেন, ‘গোটা মরসুমে আমরা মুম্বই ছাড়া আর কোনও দলের কাছে আত্মসমর্পণ করিনি। বাকি সব ম্যাচেই বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের দোষে হেরেছি। নতুন মরসুমের আগে এ বার আমাদের নির্দিষ্ট গেম প্ল্যান নিয়ে তৈরি হতে হবে। যাতে প্র‌্যাক্টিস শুরু হওয়ার আগে ৭৫% দল তৈরি থাকে।’

প্রিয় দলের পারফরম্যান্স দেখার পর হতাশ সমর্থকরা। গ্যালারিতেও আর সে ভাবে ভিড় জমাচ্ছেন না লাল হলুদ জনতা। বড় ম্যাচেও ইস্টবেঙ্গলের গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কা রয়েছে। কোচ কনস্ট্যান্টাইন বললেন, ‘আমরা খারাপ খেলছি বলেই সমর্থকরা উৎসাহ হারাচ্ছে। তবে সমর্থকদেরও ভাবতে দলটা কোন জায়গায় দাঁড়িয়ে। ওরা মাঠে না আসায় দলেরই ক্ষতি হচ্ছে। আমি আশা করব, ডার্বিতে সমর্থকরা মাঠ ভরাবেন।’

Next Article