Menotti: মারাদোনাকে বাদ দিয়েও জিতেছিলেন প্রথম বিশ্বকাপ, মারা গেলেন বিতর্কিত কোচ মেনোত্তি

মারা গেলেন সেইন সিজার লুইস মেনোত্তি। বয়স হয়েছিল ৮৫। তাঁর মৃত্যুতে শোকের ছায়া আর্জেন্টিনার ফুটবলে। ৩৭ বছরের কোচিং কেরিয়ারে ইতালি, উরুগুয়ে, মেক্সিকোর মতো দেশের নানা ক্লাবে কোচিং করিয়েছেন। শুধু তাই নয়, ২ বছর বার্সেলোনার কোচ হিসেবেও দেখা গিয়েছে তাঁকে।

Menotti: মারাদোনাকে বাদ দিয়েও জিতেছিলেন প্রথম বিশ্বকাপ, মারা গেলেন বিতর্কিত কোচ মেনোত্তি
Menotti: মারাদোনাকে বাদ দিয়েও জিতেছিলেন প্রথম বিশ্বকাপ, মারা গেলেন বিতর্কিত কোচ মেনোত্তিImage Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2024 | 1:20 PM

কলকাতা: এক পেলের পাশে খেলতেন স্যান্টোসে। স্ট্রাইকার হিসেবে লাতিন আমেরিকান ফুটবলে বেশ নামডাকও ছিল তাঁর। দেশের হয়েও বেশ সফল ছিলেন। কিন্তু তাঁকে ফুটবল দুনিয়া মনে রেখেছে ১৯৭৮ সালের বিশ্বকাপের জন্য। সে বার প্রথম বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই টিমের কোচ ছিলেন তিনি। মারা গেলেন সেইন সিজার লুইস মেনোত্তি। বয়স হয়েছিল ৮৫। তাঁর মৃত্যুতে শোকের ছায়া আর্জেন্টিনার ফুটবলে। ৩৭ বছরের কোচিং কেরিয়ারে ইতালি, উরুগুয়ে, মেক্সিকোর মতো দেশের নানা ক্লাবে কোচিং করিয়েছেন। শুধু তাই নয়, ২ বছর বার্সেলোনার কোচ হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। এই মেনোত্তি যেমন বিখ্যাত হয়ে রয়েছেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানোর জন্য, তেমনই দিয়েগো মারাদোনা বিতর্কের জন্যও।

১৯৭৪ সালে আর্জেন্টিনার কোচ হয়েছিলেন মেনোত্তি। ১৯৮৩ সাল পর্যন্ত জাতীয় টিমের কোচ ছিলেন। বিতর্ক অবশ্য ১৯৭৮ সালে। বিশ্বকাপের যে টিম ঘোষণা করেছিলেন, তা থেকে দিয়েগো মারাদোনাকে বাদ দিয়েছিলেন। মারাদোনা তখন তরুণ। মাত্র ১৭ বছর বয়স। আর্জেন্টিনার সিনিয়র টিমের হয়ে অভিষেকও হয়ে গিয়েছিল। মারাদোনা যে প্রবল প্রতিভাবান, তা নিয়ে সন্দেহ ছিল না কারওরই। তা সত্ত্বেও টিম থেকে বাদ দিয়েছিলেন মেনোত্তি। এ নিয়ে চরম বিতর্কে পড়তে হয়েছিল তাঁকে। অবশ্য এর পরেই আবার অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে মারাদোনাকে টিমে রেখেছিলেন মেনোত্তি। সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ১৯৮২ সালের বিশ্বকাপে ব্রাজিলের কাছে ১-৩ হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। ওই বিপর্যয়ের পর মেনোত্তি চাকরি খোয়ান।

আর্জেন্টিনার ফুটবল সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘সিজার লুইস মেনোত্তির মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকস্তদ্ধ। ওঁর হাত ধরেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।’ আর্জেন্টিনার কোচিং চলে গেলেও কোচ মেনোত্তির প্রভাব কমেনি। বিশ্ব ফুটবলে নানা টিমের দায়িত্ব নিয়েছেন নানা সময়। ১৯৭০ সালে নিউওয়েলস ওল্ড বয়েজের কোচিং দিয়েছিলেন শুরু করেছিলেন। ৩৭ বছরের কোচিং কেরিয়ার শেষ হয় মেক্সিকোর টেকোসের হয়ে। ২০১৯ সালে আর্জেন্টিনার ফুটবল ডিরেক্টর হয়েছিলেন। ২০২৩ সালে শারীরিক কারণে সরে দাঁড়ান। লিওনেল মেসিও মেনোত্তির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।