Asian Games, Bala Devi: চার বছর পর জাতীয় দলে, এশিয়ান গেমসের স্কোয়াডে বালা দেবী

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 25, 2023 | 11:55 PM

Asian Games 2023: স্কটিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে দুটি গোল রয়েছে বালা দেবীর। মহিলা ফুটবলে প্রথম ভারতীয় হিসেবে পেশাদার ক্লাবে খেলার নজির গড়েন বালা দেবী। এসিএল চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন।

Asian Games, Bala Devi: চার বছর পর জাতীয় দলে, এশিয়ান গেমসের স্কোয়াডে বালা দেবী
Image Credit source: twitter

Follow Us

শেষ বার দেশের জার্সিতে খেলেছিলেন সাউথ এশিয়ান গেমসে। এ বার ফিরলেন এশিয়ান গেমসের স্কোয়াডে। ভারতে মহিলা ফুটবলের অন্যতম সেরা তারকা বালা দেবী। বিদেশের ক্লাবে খেলেছেন। এশিয়ান গেমস ফুটবলে নজর থাকবে বালা দেবীর দিকে। ভারতের এই স্ট্রাইকার স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব রেঞ্জার্সে সুযোগ পান। রেকর্ডও গড়েন বালা দেবী। ইউরোপের প্রিমিয়ার টুর্নামেন্টে খেলার সুযোগ হয় তাঁর। রেঞ্জার্সের মতো ঐতিহ্যশালী ক্লাবে ১০ নম্বর জার্সিতে খেলেন ভারতের স্ট্রাইকার বালা দেবী। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ফুটবল দলের স্কোয়াড সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এর আগে ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে দেশের জার্সিতে দেখা গিয়েছিল বালা দেবীকে। এশিয়ান গেমসের জন্য ২২ সদস্যের দল ঘোষণা হয়েছে। চার বছর পর প্রত্যাবর্তন তাঁর। হাংঝৌ এশিয়ান গেমসে বাড়তি নজর থাকবে ইউরোপিয়ান ফুটবলের মঞ্চে ছাপ ফেলা বালা দেবীর দিকেই। ভারতীয় দলের জার্সিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক ফুটবল খেলছেন। দেশের জার্সিতে ৪৬ ম্যাচে করেছেন ৩৬ গোল। ২০২০ সালে দেড় বছরের চুক্তিতে স্কটিশ রেঞ্জার্স ক্লাবে পেশাদার ফুটবলে সুযোগ। স্কটিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে দুটি গোল রয়েছে বালা দেবীর। মহিলা ফুটবলে প্রথম ভারতীয় হিসেবে পেশাদার ক্লাবে খেলার নজির গড়েন বালা দেবী। এসিএল চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন।

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে গ্রুপ বি-তে রয়েছে ভারত। একই গ্রুপে রয়েছে চাইনিজ তাইপে, থাইল্যান্ডও। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ফুটবল দল: বালা দেবী, অষ্টম ওরাও, জ্যোতি, মণিশা, রেনু, রীতু রানি, সঞ্জু, সঙ্গীতা বাসফোর, এলানবাম চানু, দালিমা ছিবার, গ্রেস ডাংমেই, সৌম্যা গুগুলোথ, শ্রেয়া হুডা, ইন্দুমতী কাতিরেসান, আশালতা দেবী, প্রিয়াংকা দেবী, এন সৌম্যা, সুইটি দেবী, সন্ধ্যা, রঞ্জনা চানু, অঞ্জু তামাং, প্যারি জাজা।