ঘুরে দাঁড়ানোর ছক হাবাসের, এএফসি কাপের সহজ গ্রুপে মোহনবাগান

sushovan mukherjee |

Jan 27, 2021 | 8:03 PM

বুধবার মোহনবাগান শিবিরে যোগ দিলেন মার্সেলিনহো

Follow Us

গোয়া: গোয়ায় মোহনবাগান শিবিরে যোগ দিলেন মার্সেলিনহো। একদিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁকে। ক্লাব সূত্রের খবর, শুক্রবারই হাবাসের অনুশীলনে নেমে পড়তে পারবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এডু গার্সিয়ার চোটের পর দ্রুত বিকল্পের খোঁজে ছিল সবুজ-মেরুন। বাইরে থেকে কাউকে না নিয়ে বায়ো বাবলে থাকা ফুটবলারদের মধ্যে থেকেই পরিবর্ত নেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। সেই মতো ওড়িশা থেকে মার্সেলিনহোকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে স্কোয়াডে থাকতে পারেন মার্সেলিনহো।

খালিদ জামিলের দলের কাছে হারের পর আজ দলকে বিশ্রাম দিয়েছিলেন হাবাস। হারের পর রেফারিকেই কাঠগড়ায় তুলছে মোহনবাগান শিবির। টিম ম্যানেজমেন্টের বক্তব্য, প্রথম গোলটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। যেটা নিশ্চিত ভাবেই ফাউল ছিল। এমনকি, লাইন্সম্যান ফাউলের ফ্ল্যাগ তোলার পরও তা নামিয়ে নেন। রেফারিং নিয়ে ক্ষুব্ধ এটিকে মোহনবাগান সরকারিভাবে ফেডারেশনের কাছে অভিযোগও জানিয়েছে।  এই হারের ফলে কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন হাবাস। এক নম্বরে থেকে লিগ শেষ করার কাজটা যে তাদের কঠিন হল, মেনে নিচ্ছে মোহনবাগান শিবির।

আরও পড়ুন:ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট, দুইয়ে রোহিত

এরই মধ্যে, বুধবার এএফসি কাপের গ্রুপ বিন্যাস ঘোষণা করল এশীয় ফুটবলের সর্বময় সংস্থা। সাউথ জোনে গ্রুপ ডি-তে এটিকে মোহনবাগানের সঙ্গে আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া। অপর দলটি আসবে প্লে অফ খেলে। কোভিড পরিস্থিতিতে একটা ভেনুতেই হবে গ্রুপের ম্যাচগুলো। প্রতিপক্ষদের টেক্কা দিয়ে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আশাবাদী মোহনবাগান।

গোয়া: গোয়ায় মোহনবাগান শিবিরে যোগ দিলেন মার্সেলিনহো। একদিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁকে। ক্লাব সূত্রের খবর, শুক্রবারই হাবাসের অনুশীলনে নেমে পড়তে পারবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এডু গার্সিয়ার চোটের পর দ্রুত বিকল্পের খোঁজে ছিল সবুজ-মেরুন। বাইরে থেকে কাউকে না নিয়ে বায়ো বাবলে থাকা ফুটবলারদের মধ্যে থেকেই পরিবর্ত নেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। সেই মতো ওড়িশা থেকে মার্সেলিনহোকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে স্কোয়াডে থাকতে পারেন মার্সেলিনহো।

খালিদ জামিলের দলের কাছে হারের পর আজ দলকে বিশ্রাম দিয়েছিলেন হাবাস। হারের পর রেফারিকেই কাঠগড়ায় তুলছে মোহনবাগান শিবির। টিম ম্যানেজমেন্টের বক্তব্য, প্রথম গোলটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। যেটা নিশ্চিত ভাবেই ফাউল ছিল। এমনকি, লাইন্সম্যান ফাউলের ফ্ল্যাগ তোলার পরও তা নামিয়ে নেন। রেফারিং নিয়ে ক্ষুব্ধ এটিকে মোহনবাগান সরকারিভাবে ফেডারেশনের কাছে অভিযোগও জানিয়েছে।  এই হারের ফলে কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন হাবাস। এক নম্বরে থেকে লিগ শেষ করার কাজটা যে তাদের কঠিন হল, মেনে নিচ্ছে মোহনবাগান শিবির।

আরও পড়ুন:ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট, দুইয়ে রোহিত

এরই মধ্যে, বুধবার এএফসি কাপের গ্রুপ বিন্যাস ঘোষণা করল এশীয় ফুটবলের সর্বময় সংস্থা। সাউথ জোনে গ্রুপ ডি-তে এটিকে মোহনবাগানের সঙ্গে আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া। অপর দলটি আসবে প্লে অফ খেলে। কোভিড পরিস্থিতিতে একটা ভেনুতেই হবে গ্রুপের ম্যাচগুলো। প্রতিপক্ষদের টেক্কা দিয়ে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আশাবাদী মোহনবাগান।

Next Article