ISL 2021-22: আচমকা পদত্যাগ হাবাসের, আপাতত দায়িত্বে কাসকালানা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 18, 2021 | 2:28 PM

আইএসএলের (ISL) মাঝপথেই সবুজ-মেরুনের দায়িত্ব ছেড়ে দিলেন স্প্যানিশ কোচ।

ISL 2021-22: আচমকা পদত্যাগ হাবাসের, আপাতত দায়িত্বে কাসকালানা
ISL 2021-22: আচমকা পদত্যাগ হাবাসের, আপাতত দায়িত্বে কাসকালানা (ছবি-টুইটার)

Follow Us

গোয়া: গোয়া: টানা চার ম্যাচে এটিকে-মোহনবাগানের (ATK Mohun Bagan) ব্যর্থতা নিয়ে ঝড় বইছে। রয় কৃষ্ণা, হুগো বোমাসরাও ছন্দে নেই। স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠছিল আন্তোনিও হাবাসের। তাই আইএসএলের (ISL) মাঝপথেই দায়িত্ব ছেড়ে দিলেন স্প্যানিশ কোচ। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করার পর হতাশা গোপন করেননি হাবাস। প্লে-অফে টিম পৌঁছতে পারবে কিনা, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। কোচ হিসেবেও যে খুব একটা স্বস্তিতে ছিলেন না, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই সময় থাকতেই সরে গেলেন তিনি। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আপাতত দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মানুয়েল কাসকালানা।

আচমকা কোচের পদ থেকে সরলেন কেন হাবাস? গত বার আইএসএলের ফাইনাল খেলেছে বাগান। মুম্বই এফসির কাছে হেরে গেলেও কৃষ্ণারা যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন গত মরসুমে। এই মরসুমটাও শুরু করেছিলেন সেই ছন্দ নিয়েই। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স ৪-২ উড়িয়ে দিয়েছিল হাবাসের টিম। পরের ম্যাচে ডার্বিতে দুরন্ত ফর্মে ছিলেন বাগান। ৩-০ হারিয়েছিল ইস্টবেঙ্গলকে। কিন্তু তার পর যেন হঠাত্‍ই হারিয়ে গিয়েছে মোহনবাগান। পর পর চার ম্যাচ জয়ের মুখ দেখেনি টিম। তার উপর ডার্বি ম্যাচের পরই মুম্বই সিটি এফসির কাছে ৫ গোল খাওয়া সমালোচনার মুখে ফেলে দিয়েছিল টিম ও হাবাসকে। পরের ম্যাচেও টিমকে জয়ে ফেরাতে পারেননি স্প্যানিশ কোচ। জামশেদপুর এফসির কাছে ১-২ হেরে যান কৃষ্ণারা।

আইএসএলের ইতিহাসে অত্যন্ত সফল কোচ হাবাস। এটিকে-র হয়ে দু’বার আইএসএল জিতেছেন। পুনে এফসিতেও এক সময় কোচিং করিয়েছেন। এটিকে ও মোহনবাগান জুড়ে যাওয়ার আগের মরসুমেই আইএসএলে টিমকে চ্যাম্পিয়ন করেছিলেন। তাঁর হাতে তৈরি টিম নিয়েই মোহনবাগানে এসেছিলেন। সাফল্যও পেয়েছিলেন। কিন্তু এই মরসুমে যেন অচেনা হাবাসকে দেখতে পেল আইএসএল। ভারতে তাঁর দীর্ঘ কোচিং কেরিয়ারে কখনও টানা চার ম্যাচ জয় পাননি, এমন হয়নি। আইএসএলের শেষ দুটো ম্যাচে টিম ড্র করেছিল। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ছয়ে বাগান। প্লে-অফের রাস্তা যে কঠিন হয়ে যাচ্ছে, তা নিজেই মেনে নিয়েছিলেন বিএফসি ম্যাচের পর। সেখান থেকে টিমকে ঘুরে দাঁড় করানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তার বদলে চাকরিই ছেড়ে দিলেন হাবাস।

মঙ্গলবার নর্থইস্ট এফসির বিরুদ্ধে ম্যাচ। আপাতত সহকারী কোচ কাসকালানা দায়িত্ব সামলাবেন টিমের। নতুন কোচ হয়তো তার দু-একদিনের মধ্যে এসে যাবেন। তবে, নতুন কোচ আসার আগে জয়ে ফিরতে মরিয়া কৃষ্ণা, বোমাসরা। প্লে-অফ নিশ্চিত করতে হলে আগামী ম্যাচগুলো জিততেই হবে বাগানকে। না হলে প্রথম চার টিমের সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়বে।

Next Article