কলকাতা: আইএসএল (ISL) শেষ হওয়ার পরই দলগঠনের আসরে নেমে পড়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। লিস্টন কোলাসোকে (liston colaco) দলে নিয়ে চমক দিল সবুজ-মেরুন। বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই গোয়ান স্ট্রাইকরাকে দলে নিল সবুজ-মেরুন।
আইএসএলে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) জার্সিতে নজর কেড়েছিলেন লিস্টন কোলাসো। বেঙ্গালুরু এফসির (Bengaluru FC ) বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমেই গোল করেছিলেন। তরুণ গোয়ান স্ট্রাইকারের পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাঁকে জাতীয় দলে নেন কোচ ইগর স্টিমাচও (Igor Stimac)। এটিকে মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসেরও (Habas) নজর পড়ে কোলাসোর উপরে। ১৯ ম্যাচে ২ গোল করার পাশাপাশি ৩টে অ্যাসিস্টও করেন তিনি। সূত্রের খবর, এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কারও খুব পছন্দ হয় লিস্টন কোলাসোর খেলা। ২২ বছরের তরুণ স্ট্রাইকারকে দলে পেতে অলআউট ঝাঁপায় এটিকে মোহনবাগান। কোলাসোর উপর নজর ছিল বেশ কিছু আইএসএল ফ্র্যাঞ্চাইজির। সবাইকে টেক্কা দিয়েই বাজিমাত সবুজ-মেরুনের।
আরও পড়ুন: নেইমার-এমবাপে জুটিতে বায়ার্ন-বধ পিএসজির
আইএসএল মরসুম শেষের পরই দীপক টাঙরিকে দলে নেয় এটিকে মোহবাগান। জয়েশ রানে আর কোমল থাটালকে ছেড়ে দিলেন সবুজ-মেরুন কর্তারা। তার বদলে লিস্টন কোলাসো আর দীপক টাঙরিকে দলে নিল এটিকে মোহনবাগান।