শেষ চারের পথে এককদম এগোল তুচেলের চেলসি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের (quarter final) প্রথম লেগে পোর্তোকে (Porto) ২-০ হারাল চেলসি (Chelsea)। নিরপেক্ষ ভেনু হিসেবে সেভিয়ায় খেলা হয়েছে। অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে থমাস তুচেলের ছেলেরা।