উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের (quarter final) প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে (Bayern) ৩-২ হারাল প্যারিস সাঁ জা (PSG)। বায়ার্নের ঘরের মাঠে জিতে এগিয়ে রইলেন নেইমাররা। গত বছরের দুই ফাইনালিস্টদের মধ্যে হওয়া এ দিনের ম্যাচ ছিল বেশ নজরকাড়া। তুষারপাতের মধ্যেই দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে খেলা চালিয়ে গেছে। ১৪ এপ্রিল ফের দুই দল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে।