ভিনিসিয়াসের জোড়া গোলে ঘরের মাঠে জয় বেঞ্জেমাদের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের (Quarter Final) প্রথম লেগে লিভারপুলকে (Liverpool) ৩-১ হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ঘরের মাঠে জোড়া গোল করে দলকে জেতালেন রিয়ালের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে, রিয়াল মাদ্রিদকে হারাতে পারবেন কিনা মহম্মদ সালাহরা সেটাই দেখার অপেক্ষা।