ISL 2022-23: ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান বাগান কোচ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 12, 2023 | 7:30 PM

হোম অ্যাডভান্টেজ কাজে লাগানোর কথা বলছেন বাগান ফুটবলার কার্ল ম্যাকহিউও। নব্বই মিনিট ম্যাচ গোলশূন্য থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।

ISL 2022-23: ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান বাগান কোচ
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আইএসএলে ফাইনাল থেকে আর এক ধাপ দূরে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গত বছর হায়দরাবাদের কাছে হেরেই ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছিল প্রীতমদের। এ বারে সেই বদলা নিতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে ওগবেচেদের সঙ্গে গোলশূন্য ড্র করে মোহনবাগান। সেটাই অ্যাডভান্টেজ সবুজ মেরুন শিবিরের কাছে। ঘরের মাঠে পূর্ণ সমর্থন নিয়ে হায়দরাবাদকে (Hyderabad FC) হারিয়ে আইএসএল (ISL 2022-23) ফাইনাল খেলতে মরিয়া ফেরান্দোর দল। হোম অ্যাডভান্টেজ কাজে লাগানোর কথা বলছেন বাগান ফুটবলার কার্ল ম্যাকহিউও। নব্বই মিনিট ম্যাচ গোলশূন্য থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও রেজাল্ট এক থাকলে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হবে। তবে বাগান কোচ হুয়ান ফেরান্দো ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলেই প্রতিপক্ষকে শেষ করতে চায় মোহনবাগান। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

প্রথম সেমিফাইনালের আগে মোহনবাগান ফুটবলাররা বেশ ক্লান্ত ছিলেন। হায়দরাবাদ ম্যাচের প্রস্তুতির জন্য বিশেষ সময়ও পাননি প্রীতমরা। তাই অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট চুরি করতে পেরে খুশি ফেরান্দো। ফিরতি সেমিফাইনালের আগে তিনি বললেন, ‘আমরা চাই ৯০ মিনিটে ম্যাচ শেষ করতে। প্রথম দিন থেকে যেমন আক্রমণাত্মক ফুটবল খেলেছি, তেমনই খেলব। ঘরের মাঠে পূর্ণ সমর্থন নিয়ে মাঠে নামছি। আশা করছি, সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।’ একই সঙ্গে বাগান কোচ বলেন, ‘এই মরসুমটা আমাদের জন্য খুব কঠিন গিয়েছে। মাঝপথে বেশ কয়েকজন ফুটবলারকে হারিয়েছি। এখন ফাইনালে খেলাই আমাদের পাখির চোখ।’

দল হয়তো অপরিবর্তিতই রাখছেন বাগান কোচ। হায়দরাবাদের বক্সে প্রথম থেকেই আক্রমণ শানাতে চান দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমাসরা। একই সঙ্গে রক্ষণে সতর্ক থাকতে হবে স্লাভকো, প্রীতমদের। শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে চান ফেরান্দো। বলেই দিলেন, ‘সোমবারের ম্যাচ আমাদের কাছে একপ্রকার ফাইনাল। সম্পূর্ণ আলাদা মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। প্রতিটা জায়গা আমাদের খেয়াল রাখতে হবে।’

গত বছর এই হায়দরাবাদের কাছেই হেরেছিল মোহনবাগান। ম্যাকহিউ বলছেন, ‘দুটো মরসুম সম্পূর্ণ আলাদা। ফুটবলার অনেক বদল হয়েছে। গত বছর প্রথম পর্বেই ১-৩ হেরে গিয়েছিলাম। এ বারে ড্র করায় কিছুটা অ্যাডভান্টেজ আমরা।’ বাগানের ফিরতি সেমিফাইনাল দেখতে টিকিটের চাহিদা তুঙ্গে। সপ্তাহের প্রথম দিনও ৫০ হাজার দর্শক স্টেডিয়ামে থাকতে পারেন।

Next Article