ISL 2021-22: জয়ে ফিরতে মরিয়া সবুজ-মেরুন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 16, 2021 | 10:10 AM

টানা তিন ম্যাচে জয় না থাকলেও হতাশাকে নিজের শিবিরে ঢুকতে দিতে চান না এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

ISL 2021-22: জয়ে ফিরতে মরিয়া সবুজ-মেরুন
ISL 2021-22: জয়ে ফিরতে মরিয়া সবুজ-মেরুন

Follow Us

বেনোলিন: বড় ম্যাচের পর ৩টে ম্যাচ গড়িয়ে গিয়েছে। অথচ এখনও জয়ের সরণিতে ফেরেনি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শেষ ২টো ম্যাচে হার আর একটায় ড্র। ৫ ম্যাচে বাগানের ঝুলিতে ৭ পয়েন্ট। আজ রয় কৃষ্ণাদের সামনে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।

চলতি আইএসএলে (ISL) একেবারে ছন্দে নেই সুনীল ছেত্রীরা। জয়ের রাস্তায় ফেরার সুবর্ণ সুযোগ রয় কৃষ্ণাদের সামনে। যদিও এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস সতর্ক। চোট সারিয়ে তিরি গত ম্যাচে ফেরায় দলের রক্ষণে শক্তি ফিরেছে। এ বার জয়ের রাস্তায় ফিরতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।

টানা তিন ম্যাচে জয় না থাকলেও হতাশাকে নিজের শিবিরে ঢুকতে দিতে চান না এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি বলেন, ‘সুনীল সর্বকালের সেরা। বেঙ্গালুরু এফসি এখন আর আগের মতো নাও থাকতে পারে। তবে সুনীল ভারতীয় ফুটবলে একজন কিংবদন্তি। এ দেশের তরুণ খেলোয়াড়দের কাছে ও আদর্শ। ওর প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। আমার মনে হয় না একটা দল একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। ফুটবল দলগত খেলা। রয় বা ছেত্রী একা দলকে জেতাতে পারে না। এটা আসল ফুটবল নয়।’

ডার্বির পর রয় কৃষ্ণা সে ভাবে ফর্মে নেই। যদিও ফিজির ফুটবলারের পাশেই দাঁড়াচ্ছেন বাগান কোচ। হাবাস বলছেন, ‘আমার কাছে ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও আইএসএলের অন্যতম সেরা। কিন্তু মাঝে মাঝে স্ট্রাইকারদের গোলের খরা চলে। ওর ওপর প্রথম দিন থেকে আমার আস্থা রয়েছে।’

আরও পড়ুন: Sergio Aguero: ফুটবল থেকে সরেই গেলেন আগুয়েরো

Next Article