Sergio Aguero: ফুটবল থেকে সরেই গেলেন আগুয়েরো

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 15, 2021 | 8:51 PM

বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ফুটবলকে চোখের জলে চিরবিদায় জানালেন আর্জেন্টেনিয়ান তারকা।

Sergio Aguero: ফুটবল থেকে সরেই গেলেন আগুয়েরো
Sergio Aguero: ফুটবল থেকে সরেই গেলেন আগুয়েরো (ছবি-টুইটার)

Follow Us

বার্সেলোনা: আশঙ্কাই সত্যি হল। হার্টজনিত সমস্যার কারণে ফুটবল থেকে অবসর নিলেন সের্জিও আগুয়েরো (Sergio Aguero)। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ফুটবলকে চোখের জলে চিরবিদায় জানালেন আর্জেন্টেনিয়ান তারকা। বলেছেন, ‘শরীর সব কিছুর আগে। চিকিত্‍সকরা আমাকে বলেছেন, খেলা থেকে সরে দাঁড়ানোর এটাই সেরা সময়। আর তাই বার্সেলোনা আর পেশাদার ফুটবলকে বিদায় জানালাম।’

ম্যাঞ্চেস্টার সিটিতে (Manchester City) ১০ বছর খেলার পর চলতি মরসুমে বার্সেলোনায় সই করেছিলেন আগুয়েরো। আর্থিক কারণে লিওনেল মেসিকে ছেড়ে দিতে হয়েছিল। তাঁর বিকল্প হিসেবে বার্সায় নিয়ে আসা হয়। ৩০ অক্টোবর ক্লাবের ম্যাচে প্রথম ধরা পড়ে আগুয়েরোর রোগ। নানা পরীক্ষার পর হৃদরোগের সমস্যা ধরা পড়ে। তখনও বোঝা যায়নি যে, ৩৩ বছরের ফুটবলারের কেরিয়ার সংক্ষিপ্ত হতে চলেছে। ১৮ বছরের কেরিয়ারে দেশ ও ক্লাবের হয়ে ৪০০-রও বেশি গোল করেছেন তিনি।

আগুয়েরো বলেছেন, ‘খুব কঠিন সময় কাটিয়েছি। শেষ পর্যন্ত নিজের কথা ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। গত সপ্তাহেই অবসরের সিদ্ধান্তে আসতে পেরেছিলাম। যে পরিস্থিতিতে পড়েছিলাম, সেখান থেকে বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছি। কী ভাবে মাঠে থাকতে পারি, কী ভাবে ফুটবল খেলতে পারি, তার আপ্রাণ চেষ্টা চালিয়েছি। কিন্তু একটা সময় বুঝতে পেরেছিলাম, আমার কোনও চেষ্টাই কাজে লাগবে না।’

আগুয়েরোর আচমকা ফুটবল থেকে চিরকালের জন্য সরে যাওয়া বিশ্ব ফুটবলের অনেকেই মেনে নিতে পারছেন না। শারীরিক সমস্যায় তিনি আর খেলতে পারবেন না, তা মানতে পারছেন না আগুয়েরোর ভক্তরাও। বার্সা তো বটেই, ইপিএলে দীর্ঘ সময় খেলা আগুয়েরোকে অনেকে বার্তা পাঠিয়েছেন। অবসরের দিনে এটাই বোধহয় প্রাপ্তি মেসির সতীর্থর।

আরও পড়ুন: IPL Auction: কোন ৫ ক্রিকেটারের মেগা নিলামে সব থেকে বেশি দাম উঠতে পারে, দেখুন গ্যালারিতে

Next Article