কৌস্তভ গঙ্গোপাধ্যায়
এটিকে মোহনবাগান ১ : মুম্বই সিটি এফসি ১
(ডেভিড উইলিয়ামস ৯ ) (প্রীতম কোটাল আত্মঘাতী ২৪)
ডার্বির পরের ম্যাচ বরাবরই ফ্যাক্টর। বড় ম্যাচ জিতলেও মুম্বাই বাধা টপকাতে পারল না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গতবারের আইএসএল (ISL) চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় অধরাই থাকল। গত ডার্বিতে জয়ের পর মুম্বইয়ের (Mumbai City FC) কাছে ৫ গোল হজম করে এটিকে মোহনবাগান। বদলার ম্যাচে এ বারও জয় অধরাই থাকল। ম্যাচ শেষ ১-১ গোলে।
ম্যাচের ৯ মিনিটেই ডেভিড উইলিয়ামসের গোলে শুরুতে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। বোমাসের ঠিকানা লেখা পাস থেকে দুরন্ত প্লেসিং উইলিয়ামসের (১-০)। দেখে মনে হচ্ছিল ডার্বির জয়ই পাল্টে দিয়েছে বাগানের শরীরী ভাষা। কিন্তু গোল পরিশোধের লক্ষ্যে ঘনঘন বাগান আক্রমণ চালাতে থাকে মুম্বই সিটি এফসি। তারই সুফল মিলল ২৪ মিনিটে। গোল হজম করে সবুজ-মেরুন। বিপিন সিংয়ের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন প্রীতম কোটাল (১-১)।
FULL-TIME | #MCFCATKMB
A game with end-to-end action but rock solid defending from both sides ensured that the points are shared! ?#HeroISL #LetsFootball | @MumbaiCityFC @atkmohunbaganfc pic.twitter.com/KnkZZ06KvV
— Indian Super League (@IndSuperLeague) February 3, 2022
দ্বিতীয়ার্ধে বেশ লড়াই চালায় দুই শিবিরই। গোলের সুযোগ পায় এটিকে মোহনবাগান আর মুম্বই উভয় দলই। কিন্তু গোল করতে ব্যর্থ হয়। ডার্বির নায়ক কিয়ান নাসিরিকে ৮৫ মিনিটে মাঠে নামান বাগান কোচ হুয়ান ফেরান্দো। এরপর একটা সুযোগও পায় সবুজ-মেরুন, কিন্তু তা কার্যকর হয়নি। ১২ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ৫ নম্বরে এটিকে মোহনবাগান।
এটিকে মোহনবাগান: অমরিন্দর, আশুতোষ (কিয়ান), তিরি, শুভাশিস, প্রীতম দীপক (প্রবীর), কার্ল, বোমাস, লিস্টন, মনবীর, উইলিয়ামস (কাউকো)।